আগামী বুধবার মারাত্মক ‘হইচই’ করবেন দেব, জানিয়ে দিলেন আগে থেকেই
Last Updated:
#কলকাতা: সোশ্যাল দুনিয়ায় চোখ ৷ সামান্য স্ক্রল ৷ আর সঙ্গে সঙ্গে বেজে উঠছে ‘সুজন মাঝি রে’৷ সঙ্গে কেতাদুরস্ত নাচ ৷ যেমনটা ‘হইচই আনলিমিটেড’-এ দেব নাচ করেছেন, ঠিক তেমনটাই ৷ রীতিমতো ভাইরাল দেবের আপকামিং ছবির এই গান ৷ টলি ইন্ডাস্ট্রি এখন রীতিমতো এই গানে বুঁদ ৷
তবে এখানেই নাকি শেষ নয় ৷ আগামী ১২ সেপ্টেম্বর হতে চলেছে আরও বড় ধামাকা ৷ ওইদিন সন্ধ্যা ছ’টায় অ্যাক্রোপলিস মলে ফ্ল্যাশ মবের মধ্যে দিয়ে মুক্তি পাবে ‘হইচই আনলিমিটেড’-এর নতুন গান ‘হবে রে হইচই’৷ এমনভাবে গান রিলিজ নাকি টলিউডে এর আগে হয়নি ৷
তবে ‘ফ্ল্যাশ মব’-বিষয়টি ঠিক কী? যে কোনও জনবহুল জায়গায় কমপক্ষে ১০জন লোক একসঙ্গে হঠাত্ যদি এমন কোনও কাজ শুরু করেন, যা বাকিদের দৃষ্টি আকর্ষণ করবে, তাকেই ফ্ল্যাশ মব বলে। মূলত বিনোদনমূলক কাজেই এই পদ্ধতি ব্যবহার হয়।
advertisement
advertisement
advertisement
ছবির নায়ক দেব-এর দাবি, এটাই নাকি ২০১৮ সালের ‘ডান্সিং অ্যান্থাম’হতে চলেছে ৷ এই গান নিয়ে উচ্ছ্বসিত গোটা টিম ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই গান নিয়ে এক্সাইটমেন্ট জাহির করেছেন গায়ক মিকাও ৷ এই গানটিতে কন্ঠটি তাঁরই ৷
Get Ready with your Party Shoes, Get Ready to Groove to the beats and obviously get ready to do unlimited Hoichoi. Biggest Dance Anthem of this year #HobeReHoichoi Releasing on 12th September. Stay Tuned. @mikasingh @deventertainmentventures . #HobeReHoichoi #HoichoiUnlimitedTitleTrack #12thOctober2018 A post shared by Dev Adhikari (@imdevadhikari) on
advertisement
এই গানটি নিয়ে মিকাও সোশ্যাল মিডিয়ায় তাঁর মনের কথা বলেছেন ৷ এই ছবিতে মিউজিকের দায়িত্ব সামলেছেন স্যাভি ৷ অন্যদিকে, একটি মজাদার ভিডিও বার্তায় ছবির নায়ক দেব ও নায়িকা কৌশানী মুখোপাধ্যায় আগামী বুধবার গানের লঞ্চিং ইভেন্টে হাজির হয়ে যাওয়ার অনুরোধ করেছেন ৷ তবে আর আপনি রেডি হয়ে যান এ বছরের সেরা ‘ডান্সিং অ্যান্থাম’-এর সঙ্গে পায়ে পা মেলানোর জন্য ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2018 4:45 PM IST