‘নিজেদের কিছু করতে চাই’, টেলিভিশনের এক ঝাঁক তারকার তৈরি মিউজিক ভিডিও মুক্তি পেল YouTube-এ

Last Updated:

স্কুল জীবনের প্রেমিক শেষ পর্যন্ত প্রেমিকার দরজায় এসে দাঁড়ায় ডেলিভারি বয় হিসাবে । তারপর তাঁদের মনে পড়ে যায় পুরনো সেই দিনগুলোর কথা । স্মৃতির মেঠো পথে ভেসে যায় দু’জনে ।

#কলকাতা: শিল্পী মানেই তাঁদের মনের মধ্যে একটা খিদে সবসময় উসখুশ করে । নতুন কিছু....নিজেদের কিছু....নতুন ভাবনা...। এগুলো তাড়া করে বেড়ায় তাঁদের মধ্যে । সেই শিল্পী মনকে নতুন রসদ জোগাতেই এ বার তাই টলিউডের এক ঝাঁক তারকা নিজেরাই হাত লাগালেন । ক্যামেরার সামনে-পিছনে, সবটাই একা হাতে করলেন তাঁরা । এঁরা প্রত্যেকেই টেলিভিশনের জনপ্রিয় মুখ । টিভি-র পর্দায় তাঁদের বিভিন্ন চরিত্রে রোজ দেখেন দর্শকরা । কেউ হিরো-হিরোইন, কেউ বা পার্শ্ব চরিত্রে, কেউ ভিলেন, কেউ আবার এসেছেন মডেলিং দুনিয়া থেকে । কিন্তু শিল্পী সত্ত্বাটা সকলের মধ্যে একইরকম । তাই কয়েকটি মাথা এক জায়গায় হল নতুন কিছু সৃষ্টির আনন্দে ।
যেমন ভাবা তেমনই কাজ । তৈরি হল মিউজিক ভিডিও ‘তেরে বিনা’ । ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের সেই ভয় ধরানো কাপালিকের চরিত্রে অভিনয় করেছিলেন দেবজ্যোতি রায় চৌধুরি । বর্তমানে তিনি ‘ফেলনা’ ধারাবাহিকের মেল লিড । তাঁর পরিচালনার খুব শখ । তাঁরই বন্ধু তারিশি মুখোপাধ্যায় গানটি গাইলেন । ঠিক হল একটি ভিডিও বানানো হবে । ধারাবাহিক থেকে ছোট্ট একটা ছুটি ম্যানেজ করলেন সকলে । ১ দিনে পরিকল্পনা হল । দ্বিতীয় দিনে শ্যুটিং । অভিনয়ে সায়ক চক্রবর্তী ও জনপ্রিয় মডেল সিঞ্জিনী চক্রবর্তী । পরিচালনায় দেবজ্যোতি । সহ-পরিচালনায় প্রারব্ধী  সিনহা । প্রারব্ধী ‘ভাগ্য লক্ষ্মী’ ধারাবাহিকে সম্প্রতি ‘শুভ’ চরিত্রে কাজ করেছেন । খুব শীঘ্রই ‘মীরা’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে । ‘তেরে বিনা’ মিউজিক ভিডিও-র নায়ক সায়ক জানালেন এই ভিডিও তৈরির কারণ। ‘‘আসলে আমরা নতুন কিছু একটা করতে চাইছিলাম । নিজেদের কিছু, যা অন্য সবকিছুর থেকে আলাদা হবে । তাই বন্ধুরা মিলে শ্যুট করে ফেললাম,’’ বললেন সায়ক ।
advertisement
advertisement
‘তেরে বিনা’ গানটির সুরকার ও গীতিকার জয় চক্রবর্তী । প্রযোজনা ও সিনেমাটোগ্রাফি করেছেন সাহিল ইসলাম । চিত্রনাট্যটি ‘ফেলনা’ ধারাবাহিকের নায়িকা রোশনী তানভি ভট্টাচার্য্য ও দেবজ্যোতি রায় চৌধুরির । ‘দ্য সাউন্ড স্টুডিও’ নিবেদিত ‘তেরে বিনা’ গানটি YouTube-এ মুক্তি পেয়েছে গত ৩০ এপ্রিল । স্কুল জীবনের প্রেমিক শেষ পর্যন্ত প্রেমিকার দরজায় এসে দাঁড়ায় ডেলিভারি বয় হিসাবে । তারপর তাঁদের মনে পড়ে যায় পুরনো সেই দিনগুলোর কথা । স্মৃতির মেঠো পথে ভেসে যায় দু’জনে । এ ভাবেই এগিয়ে চলে মিষ্টি প্রেমের গল্প ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘নিজেদের কিছু করতে চাই’, টেলিভিশনের এক ঝাঁক তারকার তৈরি মিউজিক ভিডিও মুক্তি পেল YouTube-এ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement