কীভাবে ভাইফোঁটা দিতে হয় ? মিমিকে শেখালেন ঐন্দ্রিলা

Last Updated:
#কলকাতা: ভাইফোঁটায় যখন গোটা শহর মেতে, বাদ যাননি সেলেবরাও! তারকা থেকে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ... সবাই সামিল হয়েছিলেন ভাইফোঁটার আনন্দে!
প্রতি বছরের মতো এ'বছরও ঘটা করে ভাইফোঁটা উদযাপন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজের পাড়াতেই ভাইফোঁটার জন্য তৈরি মঞ্চে সারাদিন উপস্থিত ছিলেন তিনি। স্টেজে তারকার মেলা। একে একে এসে উপস্থিত হয়েছেন নুসরত, মিমি, রণিতা, ঐন্দ্রিলা, প্রিয়াঙ্কা। ভাইফোঁটা দেওয়ার জন্য প্রিয়াঙ্কার পাশে এসে দাঁড়ালেন মিমি। চন্দন, দুব্বো নিয়ে সাজানো থালা তখন ঐন্দ্রিলার হাতে। শাড়ি সামলে মিমি ঐন্দ্রিলার থালা থেকে চন্দন তুলে অরূপবাবুর কপালে ফোঁটা দেওয়া শুরু করলেন। কিন্তু কোন আঙুলে? ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে বাঁ হাতের মধ্যমা দিয়ে ভাইফোঁটা দিতে যাচ্ছিলেন মিমি। চোখে পড়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে দিলেন ঐন্দ্রিলা। প্রিয়াঙ্কা, রণিতার মুখে তখন হাসি। মিমিও ভুল বুঝতে পেরে চটজলদি আঙুল বদলে নেন।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
কীভাবে ভাইফোঁটা দিতে হয় ? মিমিকে শেখালেন ঐন্দ্রিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement