#কলকাতা: সুদীপা-অগ্নিদেব চট্টোপাধ্যায় এখন মা-বাবা। ছেলের নাম রেখেছেন আদিদেভ চট্টোপাধ্যায়, ডাক নাম আদি। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট আদির প্রথম ঝলক শেয়ার করলেন সুদীপা।
সাদা-সবুজ মোজায় মোড়া ছোট্ট দুটো পা। ক্যাপশনে সুদীপা লিখেছেন, আমাদের ছোট্ট রাজা আদিদেভ (আদি) গোটা পৃথিবীকে হ্যালো বলছে। আপনাদের আশীর্বাদ চাই। আদি ধন্যবাদ দিচ্ছে চিকিত্সক রাজীব আগর ওয়াল এবং তাঁর টিমের বাকি সদস্যদের।
ছেলের নাম আদিদেভ রাখার পিছনে একটা ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। বাবার সঙ্গেও নামের মিল রয়েছে।''
আরও পড়ুন-'বউকে ভালবাসি', এই মিথ্যে হামেশাই বলে থাকেন বলিউড অভিনেতারা !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agnidev Chatterjee, Son, Sudipa Chatterjee