'বউকে ভালবাসি', এই মিথ্যে হামেশাই বলে থাকেন বলিউড অভিনেতারা !
Last Updated:
#মুম্বই: এটা বলেই বিপাকে পড়লেন অজয় দেবগণ ৷ তাকে জিজ্ঞাস করা হয়েছিল যে কোন মিথ্যেটা বলিউড অভিনেতারা বলেই থাকেন অনায়াসে ৷ তাতে তাঁর উত্তর ছিল আমি বউকে ভালবাসি ! এটাই নাকি বলিউডের অভিনেতাদের সর্বক্ষণের মিথ্যে ৷ তখন তাঁর সামনে বসে তাঁর স্ত্রী কাজল ! কোন কান্ডজ্ঞান নেই অজয়ের ? গোপন কথা গোপনে বলাই তো ভাল ৷ সেখানে তিনি খুল্লম খুল্লা বলে দিলেন কথাটা ৷ হাজার সত্যি হোক, তাও এতটা স্পষ্টবাদী না হলেও তো হত ৷ আর যখন নিজের বউ সামনে বসে আছেন ৷
কাজল চোক পাকাতেই, কিছুটা নিজেকে শুধরে নেন অজয় ৷ বলেন এটা অন্যরা বলেন আর তাদের কথা তিনি জানাচ্ছিলেন ৷ নিজের কথা নয় ৷ শুনে কিছুটা কাজল আশ্বস্ত হলেন ঠিকই ৷ তবে অজয়ের উত্তরে যে তিনি খুবই বিরক্ত, সেটা হাবেভাবে বুঝিয়ে দেন ৷ ঘটনাটি ঘটে একটি জনপ্রিয় অনুষ্ঠানে যার সঞ্চালক করণ জোহর ৷
advertisement
advertisement
করণ এতে দারুন মজা পান ৷ তিনি আরও খবর নিতে থাকেন অজয়ের থেকে ৷ অজয় আরও বলেন যে বেশিভাগ ফ্যামিলি ফটোতে তিনি থাকেন না তার কারণ ছবি তুলতে যত না সময় লাগে, এডিট করতে তার কয়েকগুণ বেশি সময় লাগে ৷ কাজলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে কোন দিনই ছবি নিয়ে এতটা খুঁতখুঁতে ছিলেন না কাজল ৷ যত বয়স হচ্ছে তত এসবে আগ্রহ বাড়ছে ! বুঝুন কান্ড ৷ কাজলের নাকি বয়স হচ্ছে ৷ নায়িকাদের বয়স বাড়ে ?! আবার কাজলকে নাজেহাল করলেন অজয় ৷ যদিও কাজল তড়িঘড়ি বলে দিলেন যে তাঁর নয়, বয়স বাড়ছে অজয়ের ৷
advertisement
.@KajolAtUN gets candid while @ajaydevgn stirs up the hornet's nest next Sunday on #KoffeeWithKaran! #KoffeeWithAjay #KoffeeWithKajol pic.twitter.com/yAbyWmXa8j
— Star World (@StarWorldIndia) November 25, 2018
Location :
First Published :
November 26, 2018 12:42 PM IST