রাজের জন্মদিন...স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদরমাখা উপহার দিলেন শুভশ্রী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই বিশেষ দিনটায় হাবি রাজ’কে আদরে, ভালবাসায়, প্রেমে, বন্ধুত্বে ভরিয়ে দিলেন স্ত্রী শুভশ্রী । পোস্ট করলেন তাঁদের ঘনিষ্ঠ ছবি ।
#কলকাতা: রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় । পরিচালক আর নায়িকার এই জুটি টলিপাড়ার হট ফেভারিট । ভক্তরা যেন তাঁদের চোখে হারান । ভালবেসে ফ্যানরা আবার তাঁদের নাম দিয়েছেন রাজশ্রী । এই লভ বার্ডসদের নিয়ে সবসময়ই উন্মাদনার পারদ থাকে ঊর্ধ্বমূখী । তাঁরা কখন কী করছেন, কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন...সবকিছু নিয়েই মানুষের কৌতূহল । রাজ-শুভশ্রীও অবশ্য এই ব্যাপারটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন । তাই দু’জনেই সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ । নিজেদের জীবনের অনেক মুহূর্ত, অনেক কথাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তাঁরা ।
তার উপরে আজকের দিনটা তো খুবই স্পেশ্যাল । আজ রাজের জন্মদিন । সকাল থেকেই একের পর এক শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতা । ঘরে নতুন সদস্য আসার পর এটাই ‘বাবা’ রাজের প্রথম জন্মদিন । তাই অন্যান্যবারের তুলনায় এই বছরটা একটু বিশেষ তো বটেই ।
advertisement
advertisement
এই বিশেষ দিনটায় হাবি রাজ’কে আদরে, ভালবাসায়, প্রেমে, বন্ধুত্বে ভরিয়ে দিলেন স্ত্রী শুভশ্রী । পোস্ট করলেন তাঁদের ঘনিষ্ঠ ছবি । যেখানে রাজ’কে জড়িয়ে ধরে তাঁর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছেন নায়িকা । সঙ্গে লিখেছেন মিষ্টি একটা ক্যাপশন । ‘‘তুমিই আমার সূর্যরশ্মি, আমার চাঁদ, আমার তারা, আমার ধূমকেতু, আমার আশা, আমার স্বপ্ন, আমার যন্ত্রণা, আমার খুশি, আমার প্রিয় বন্ধু, আমার ক্রাইম পার্টনার, আমার প্রেমিক, আমার স্বামী এবং আমার সন্তানের বাবা । তোমাকে সব থেকে বেশি ভালবাসি । শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই ।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2021 11:50 AM IST