জোর টক্কর দুই চ্যানেলের! কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে একইসঙ্গে আসছে জি-জলসা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
স্টার জলসায় নাম ভূমিকায় রয়েছেন সোলাঙ্কি রায় ৷ আর জি-বাংলায় কাদম্বিনী হয়েছেন ঊষসী রায় ৷
#কলকাতা: এমন ঘটনা সাম্প্রতিক অতীতে বাংলার দর্শক দেখেছেন কিনা সন্দেহ ৷ প্রায় একই গল্প, প্রায় একই নাম নিয়ে, একই সময়ে আসতে চলেছে বাংলার যুযধান দুই চ্যানেলের দু’টি ধারাবাহিক ৷
বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে প্রথম ট্রেলরটি বাজারে নিয়ে আনে জি-বাংলা ৷ প্রথমে টিজার ছাড়লেও ট্রেলরের দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিল জলসা ৷ এরপরেই তড়িঘড়ি ট্রেলর নিয়ে আসে স্টারও ৷
তবে দুই চ্যানেলের ধারাবাহিকের নাম সামান্য আলাদা ৷ স্টার জলসার ধারাবাহিকটির নাম ‘প্রথমা কাজম্বিনী’ ৷ জি-বাংলায় শুধুই ‘কাদম্বিনী’ ৷ জলসায় নাম ভূমিকায় রয়েছেন সোলাঙ্কি রায় ৷ আর জি-বাংলায় কাদম্বিনী হয়েছেন ঊষসী রায় ৷
advertisement
advertisement
তবে দুই চ্যানেলের কেউই এখনও টাইম স্লট ঘোষণা করেনি ৷ সময় নিয়েও সম্ভবত চলছে স্নায়ুর টানটান খেলা ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 24, 2020 9:03 PM IST










