corona virus btn
corona virus btn
Loading

পালকি, সিঁদুর, মেয়েকে নিয়ে কেক কাটিং...অবশেষে বিয়ের ভিডিও শেয়ার করলেন সৃজিত-মিথিলা

পালকি, সিঁদুর, মেয়েকে নিয়ে কেক কাটিং...অবশেষে বিয়ের ভিডিও শেয়ার করলেন সৃজিত-মিথিলা

মিথিলার ট্যুইটার হ্যান্ডেলে পোষ্ট হল বহু প্রতীক্ষিত বিয়ের ভিডিও।

  • Share this:

#কলকাতাঃ নতুন বিয়ের গন্ধ গা থেকে যায়নি। তার আগেই শুটিংয়ের কাজে আফ্রিকা পাড়ি দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশে ফেরেন মিথিলাও। কিন্তু তারপরেই করোনা সংক্রমণ রুখতে লক ডাউন ঘোষণা হয়। সৃজিত দেশে ফিরে এলেও যোগাযোগ ব্যাবস্থা বন্ধও হয়ে যাওয়ায় ফিরতে পারেননি মিথিলা। এখন বাংলাদেশে গৃহবন্দি তিনি। লকডাউনে কোথায় নিজেদের মত করে একান্তে সময় কাটাবেন, তা নয়, উল্টে কেউ কারও মুখও দেখতে পাচ্ছেন না। দাম্পত্যের শুরুতেই তাই ভরা বিরহের সুর সেলিব্রিটি দম্পতিকে ঘিরে। স্বামীর কাছে না থাকলে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় সৃজিতের প্রতি ভালবাসা উজার করে দেন মিথিলা। বিয়ের ছবি দিয়ে লেখেন, " প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"

 সেটা  অবশ্য ছিল ট্রেলার। এরপর রাত গড়াতেই মিথিলার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোষ্ট হল বহু প্রতীক্ষিত বিয়ের ভিডিও। মিথিলা লিখলেন, 'বসন্ত এসেছিল... ❤'
 
View this post on Instagram
 

Reminiscing better times...

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila) on

 
First published: April 6, 2020, 12:28 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर