শ্রীময়ী’কে ‘এসকর্ট’ সম্বোধন করলেন জুন আন্টি! জবাবে দু’গালে সপাটে চড় মারলেন শ্রীময়ী

Last Updated:
#কলকাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ ৷ একজন গৃহবধূ, দায়িত্বশীলা মা, কর্তব্যপরায়ণা পুত্রবধূ ‘শ্রীময়ী’, তাঁর জীবনের ওঠাপড়া নিয়েই এই ডেইলি সোপের গল্প এগিয়ে চলে ৷ সিরিয়ালটিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনী হালদার ৷ যিনি নিজের সারাজীবন শুধু সংসারের কথাই ভেবেছেন ৷ সংসারের সবার জন্য নিঃস্বার্থ ভাবে করে গিয়েছেন ৷ কিন্তু কোনও দিনই সংসারের কারও কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি ৷ শেষ পর্যন্ত রুখে দাঁড়াবেন তিনি ৷
শ্রীময়ী আর অনিন্দ্যর বিয়ে ভেঙে গিয়েছে ৷ তবু তাঁরা এক বাড়িতেই থাকে ৷ অন্যদিকে, অনিন্দ্য বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী জুন আন্টি ওরফে জুনকে ৷ খলনায়িকার এই ভূমিকায় জমিয়ে অভিনয় করছেন ঊষসী ৷
সম্প্রতি শ্রীময়ীর জীবনে এসেছেন নতুন একজন মানুষ ৷ সরিয়ালে চরিত্রটির নাম রোহিত সেন ৷ এই ভূমিকায় দেখা যাচ্ছে টোটা রায়চৌধুরিকে ৷ তাঁর সঙ্গে বিদেশে যাওয়ার কথা হচ্ছে শ্রীময়ীর ৷ কিন্তু এই বিষয়ের মধ্যে অযাচিতভাবে ঢুকে পড়েন জুন ৷ তাতেই রেগে যান নম্র ভদ্র শ্রীময়ী ৷ আগামিকাল, শুক্রবার মহা এপিসোডে দেখানো হবে কী ভাবে অন্যায়ের প্রতিবাদে ঘুরে দাঁড়ালেন শ্রীময়ী ৷ জুনের গালে সপাটে দু’টে চড় কষিয়ে দিতেও দেখা যায় তাঁকে ৷ এরপর কী হবে? জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রীময়ী’কে ‘এসকর্ট’ সম্বোধন করলেন জুন আন্টি! জবাবে দু’গালে সপাটে চড় মারলেন শ্রীময়ী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement