#কলকাতা: প্রথমবার করবা চৌথ বলে কথা ৷ স্পেশ্যাল না হয়ে যায় কোথায় ৷ বিয়ের প্রথম বছর সবকিছুই খুব অন্যরকম ৷ প্রথমবার একসঙ্গে পুজোও কাটিয়েছেন টলিউডের হট-কাপল শ্রাবন্তী-রোশন ৷ একসঙ্গে প্যান্ডাল হপিং, সিঁদুর খেলা, ঢাকের তালে ভাসান ডান্স...সবটাই হয়েছে চুটিয়ে ৷ এবার পালা করবা চৌথের ৷ গতকাল ছিল করবা চৌথ ৷ এই দিন সবধা মহিলারা সারাদিন উপবাস রাখেন ৷ দিনের শেষে চাঁদ উঠলে সেই চাঁদ দেখে, তারপর স্বামীর মুখ দেখে প্রসাদ ও জল খান ৷ হিন্দু বাড়ির রীতি মেনে করবা-র ব্রত করলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তবে একা নন ৷ স্ত্রীর সঙ্গে উপোবাসে সামিল হলেন স্বামী রোশন সিংও ৷ একসঙ্গে সারাদিন উপোস রাখার পর চাঁদ দেখলেন শ্রাবন্তী ৷ চালুনি দিয়ে দেখলেন রোশনের মুখও ৷ এরপরেই স্ত্রীকে জল খাইয়ে দেন রোশন ৷ রোশনকেও জল খাইয়ে উপোবাস ভাঙান নায়িকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।