‘শেষের গল্প’-এর হাত ধরে অমিত-লাবণ্য হয়ে বড়পর্দায় আসছেন সৌমিত্র-মমতা শঙ্কর

Last Updated:
#কলকাতা: তখন রবি ঠাকুরের বয়স ৬৭ বছর ৷ আর সেই বয়সে পৌঁছে তিনি লিখেছিলেন ‘শেষের কবিতা’৷ আর সেই উপন্যাসের অমিত-লাবণ্যের প্রেমই হয়ে উঠেছে বাঙালির চিরন্তন ভাল লাগার বিষয় ৷ যদিও অমিত-লাবণ্য উপন্যাসের অন্তিমে একে অপরের চাইতে চলে গিয়েছিল অনেকটা দূরে ৷ ফের মুখোমুখি হল অমিত-লাবণ্য ৷ তিরিশ বছর পর তাঁরা আবার এক বৃদ্ধাবাসে একসঙ্গে ৷ হঠাৎ আসা ঝড়ের মতো আচমকা দেখা অমিত-লাবণ্যর ৷ অধ্যাপনা থেকে ছুটি নিয়ে অবসর জীবন কাটাতে সে এসেছে অমিতেরই বৃদ্ধাবাসে। তাদের নতুন করে শুরু হওয়া জীবনকাহিনি নিয়েই পরিচালক জিৎ চক্রবর্তীর প্রথম ছবি ‘শেষের গল্প’। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার এবং মিউজিক ।
এই ছবিতে অমিতের ভূমিকায় থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ আর লাবণ্য হয়েছেন মমতা শঙ্কর ৷ ট্রেলার লঞ্চে মমতা শঙ্কর বললেন, ‘‘যখন আমার অল্প বয়স, তখন ভাবতাম কেউ যদি আমার লাবণ্য চরিত্রে অভিনয় করতে দেন, তো খুব ভাল হয় ৷ আসলে রবি ঠাকুরের লেখা এই লাবণ্য চরিত্রটি আমার স্বপ্নের চরিত্র ৷ অনেক ছবির অফার আসতো ৷ কিন্তু লাবণ্যর চরিত্রটি কেউ দেননি ৷ বয়স বেড়ে গিয়েছে ৷ আর এই বয়সের যথোপযুক্ত একটি চরিত্র একদিন আমায় অফার করেন এই ছবির পরিচালক জিৎ ৷ জানতে পারি এই লাবণ্যর চরিত্রের জন্যই তিনি আমাকে চাইছেন ৷ আমার যে তখন কী আনন্দ! আমার সেই সাধ পূর্ণ হল ৷ আজকের লাবণ্য এক্কেবারে আধুনিক ৷ এখনকার সময়ের মতো করে ৷’’
advertisement
64970485_450108975783953_3837105872232775680_o
advertisement
ছবির পরিচালক জিৎ চক্রবর্তী ৷ এটাই তাঁর প্রথম ছবি ৷ কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন নন ৷ এর আগে প্রচুর ধারাবাহিক, টেলিফিল্ম এবং ছবিতে অভিনেতা হিসেবে কাজ করেছেন ৷ নিজের ছবির ট্রেলার লঞ্চে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’জিৎই নিজেকে সাজিয়ে তুলেছিলেন সবচেয়ে বেশি ৷ সোনালি সুতোর বাহারি নকশা করা সফেদ পাঞ্জাবি আর মেরুন-রঙা ধুতিতে তখন ‘শেষের গল্প’-এর পরিচালক ৷ প্রথম ছবিতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্করের সঙ্গে কাজ কেমন সেই অভিজ্ঞতা? প্রশ্ন শুনেই এক মুহূর্ত অপেক্ষা না করে জিতের উত্তর-‘‘এটা আমার কাছে প্রাপ্তি ৷ পরিচালক হিসেবে প্রথম ছবিতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্করকে পাওয়া তো পরম ভাগ্যের ব্যাপার ৷ আসলে আমার এই কাস্টটা কিন্তু স্বপ্নে দেখা ৷ একদিন স্বপ্নে তাঁদেরকেই অমিত আর লাবণ্য হিসেবে দেখেছিলাম ৷ ছবিতে অনেক বছর পর মমদির অল্প নাচ আছে।’’
advertisement
65234799_450126285782222_5244926573391380480_o
ছবিতে এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং দুর্গা সাঁতরা। ছবির ডিরেক্টর অফ ফোটোগ্রাফার হলেন সৌভিক বসু ৷ স্বস্তিকা ফিল্ম প্রোডাকশন ও বায়ো সিনে এন্টারটেমেন্টের যৌথ প্রযোজনার এই ছবিতে গানঘরের দায়িত্ব সামলেছেন জয় সরকার ৷ ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, সোমলতা আচার্য, রূপঙ্কর বাগচি, কৌশিকী চক্রবর্তী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘শেষের গল্প’-এর হাত ধরে অমিত-লাবণ্য হয়ে বড়পর্দায় আসছেন সৌমিত্র-মমতা শঙ্কর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement