সিকিমে এই মাসেই শুরু হচ্ছে প্রথম চলচ্চিত্র উৎসব ! থাকছেন টলি-বলির তারকারা !

Last Updated:

এই চলচ্চিত্র উৎসবে মোট ২০টা ছবি দেখান হবে তিন দিনে।

#কলকাতা: ভ্রমণ প্রিয় বাঙালির সবসময়ই দার্জিলিং ভীষণ পছন্দের জায়গা। আর দার্জিলিং যদি বেশ কয়েকবার ঘোরা হয়ে গিয়ে থাকে তাহলে সিকিম একবার যেতেই হবে।সিকিমের অসামান্য সৌন্দর্য বারে বারে মানুষকে তার কাছে ফিরে যেতে বাধ্য করে। এবারে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সিকিমকে দিল এক অসাধারণ উপহার। সিকিমে হবে গ্লোবাল সিনেমা ফেস্টিভাল। এই মাসের ২৮, ২৯ এবং মার্চ মাসের পয়লা তারিখ  আয়োজিত হবে সিকিমের প্রথম ফিল্ম ফেস্টিভাল। শহরে এই আনন্দের বার্তা পৌঁছে দিতে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। হাজির ছিলেন পরিচালক অরিন্দম শীল, গার্গী রায় চৌধুরী, অগ্নিমিত্রা পল।
এই ফেস্টিভালের শেষ দিন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের একটি শো-এরও আয়োজন করা হয়েছে। গার্গী বেশ উচ্ছসিত এই ফেস্টিভাল নিয়ে কারণ তিনি সেখানে হাজির হবেন তার নতুন ছবি 'শ্রাবনের ধারা' নিয়ে।পরিচালক অরিন্দম শীল ইতিমিধ্যেই এই প্রজেক্টের জন্য একটি তথ্যচিত্রও বানিয়ে ফেলেছেন সিকিম নিয়ে।তাঁর কথায় "ইতিহাসে প্রথম এই বছরই  সিকিমের মানুষ ফেস্টিভালের স্বাদ পেতে চলেছেন। তাঁদের কাছে দারুণ আনন্দের ব্যাপার। তা ছারা সারা ভারত থেকে যারা ওখানে শুটিং করতে যেতে চান তাঁদের সাদরে স্বাগত জানাতে প্রস্তুত সিকিম সরকার।এই চলচ্চিত্র উৎসবে মোট ২০টা ছবি দেখান হবে তিন দিনে। সুদেষ্ণা রায় অভিজিৎ গুহ পরিচালিত 'শ্রাবনের ধারা' ছাড়াও অরিন্দম শীলের 'মিতিন মাসি' ও পরিচালক অশোক বিশ্বনাথনের 'অন্ধকারের আলো' মোট এই তিনটি বাংলা ছবি দেখান হবে এই উৎসবে। মুম্বাই থেকে মনীষা কৈরালা, রণধীর কাপুর, পদ্মিনী কোলাপুরীর মতন অভিনেতারাও থাকবেন এই উৎসবে। বাংলা ছাড়াও তামিল, মালায়ালাম, ভোজপুরি, গুজরাটি, অহমিয়া, মারাঠি ও হিন্দি ভাষাতেও ছবি দেখান হবে গ্লোবাল সিনেমা ফেস্টিভালে।
advertisement
SREEPARNA DASGUPTA 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিকিমে এই মাসেই শুরু হচ্ছে প্রথম চলচ্চিত্র উৎসব ! থাকছেন টলি-বলির তারকারা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement