অভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তাঁর করা, ট্রেন্ড সেটার হয়ে উঠেছিলেন শর্বরী দত্ত

Last Updated:

ভাগ্যের এমনই পরিহাস, বিবাদ বাঁধে নিজের ছেলে অমলিনের সঙ্গে। নিজের স্টোর ছেড়ে বেরিয়ে এসেছিলেন শর্বরী।

ARUNIMA DEY
#কলকাতা: ২০২০ মন খারাপের বছর। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। সঙ্গে অনেকের চলে যাওয়া। ঋষি, ইরফান, সুশান্তের তালিকায় নতুন নাম শর্বরী দত্ত। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর ব্রড স্ট্রিটের বাড়িতে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
চোখের নিচে পুরু কাজলের রেখা। কানে, গলায় ভারী রুপোর গয়না। নাকে পেল্লাই নথ। আঙুলে বেশ কয়েকটি আংটি।  ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত বলতে এই চেহারাটাই চোখের সামনে ভেসে ওঠে। বৃহস্পতিবার গভীর রাতে চিরতরে চলে গেলেন তিনি।  রয়ে গেল শর্বরীর তৈরি অমূল্য সব পোশাক। হয়তো এই বছর দুর্গা পুজোর জন্যও কিছু বানিয়েছিলেন তিনি।  শুধু এই হয়তোটা রেখে, চির নিদ্রায় মগ্ন হলেন শর্বরী।
advertisement
advertisement
 বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের সঙ্গে ।
বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের সঙ্গে ।
জনপ্রিয় কবি অজিত দত্তের মেয়ে শর্বরী। সাহিত্য চর্চা, বই, থিয়েটার, পেইন্টিং এইসবের মধ্যেই বড় হয়েছেন। সৃজনশীল সব কিছুই তাঁর ভাল লাগতো। কিন্তু নিজেকে প্রকাশ করার মাধ্যম কোনটা বুঝে উঠতে পারতেন না। পড়াশোনার পাঠ চুকে গেলে, অল্প বয়সে বিয়ে হয়ে যায় শর্বরীর। একেবারে যৌথ পরিবারের গিন্নি হয়ে ওঠেন তিনি। পরিবার, সন্তান নিয়ে বেশ ছিলেন। কিন্তু মনে ঘুরপাক খেত নানা রকম ডিজাইন। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসতেন শর্বরী।
advertisement
১৯৯১ সালে শখ করে একটি ঘরোয়া প্রদর্শনী করেন তিনি। মোটামুটি সব বিক্রি হয়ে যায়। প্রথম থেকেই শর্বরী পুরুষদের জন্য পোশাক বানান। ভারতীয় পোশাককে নতুন ভাবে আবিষ্কার করেন তিনি। একেবারে ইউথদের কাছে পৌঁছে দেন ঐতিহ্যবাহী পুরাতনি বেশভূষা। তবে নতুন মলাটে।
প্রথম প্রদর্শনীর পর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন শর্বরী। পরের বছর আবার একটি প্রদর্শনী করেন। তবে এ বারে প্রচার পান তিনি। কলকাতার সমস্ত দৈনিকে বেরোয় শর্বরীর নাম। ফ্যাশন কিংবা পোশাক সম্পর্কে কোনও প্রশিক্ষণ ছাড়াই তিনি হয়ে ওঠেন ট্রেন্ড সেটার।
advertisement
বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের সংস্কৃতি হয়ে উঠেছে তাঁর কাজের ইন্সপিরেশন। মূলত raw সিল্ক ও তসরের ওপর কাজ করতেন শর্বরী। বাংলার সেলেবরা তো বটেই, তার সঙ্গে এম এফ হুসেন, সুনীল গাভাস্কার, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব সহ বিভিন্ন তারকাদের জন্য ডিজাইন করেছেন শর্বরী।
আপনভোলা শিল্পী ।
advertisement
অভিষেক বচ্চনের বিয়ের পোশাক তাঁর করা। ঐশ্বর্যের মা বৃন্দা রাই কলকাতায় এসেছিলেন, 'চোখের বলি'-র শ্যুটিং-এর সময়। তখন একবার আসেন শর্বরী স্টোরে। সেইবার অনেক পোশাক কেনেন। মেয়ের বিয়ের আগে তিনি শর্বরীকে ফোন করেন। হবু জামাই, বেয়াই, বর, ছেলের ও কিছু বন্ধুবান্ধবের পোশাক বানানোর দায়িত্ব দেন তাঁকে। তাছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথিদের জন্য পোশাক বানিয়েছেন শর্বরী। ঋতুপর্ণ ঘোষের ছবি 'অন্তরমহল'-এ জ্যাকি শ্রফ ও অভিষেক বচ্চনের পোশাক তাঁর করা।
advertisement
 শেষ বয়সে তাঁর নতুন ঠিকানা...শূন্য ।
শেষ বয়সে তাঁর নতুন ঠিকানা...শূন্য ।
পেশাগত জীবনে তেমন কখনও সমস্যায় পড়েননি শর্বরী। ব্যবসা করেছেন নিজের শর্তে। তবে ভাগ্যের এমনই পরিহাস, বিবাদ বাঁধে নিজের ছেলে অমলিনের সঙ্গে। স্টোর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। অপর এক পার্টনারের সঙ্গে শুরু করেন নিজের স্টোর ‘শূন্য’। বৃহস্পতিবার রাতে কেমন যেন সব কিছু শূন্য করে দিয়েই চলে গেলেন শর্বরী। কথায় বলে, সমস্ত সফল পুরুষের পিছনে কোনও মহিলার হাত থাকে। এই ক্ষেত্রে বলা যায়, সমস্ত সুসজ্জিত পুরুষের পিছনে শর্বরীর ভাবনা ছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তাঁর করা, ট্রেন্ড সেটার হয়ে উঠেছিলেন শর্বরী দত্ত
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement