#কলকাতা: ২৫ ডিসেম্বর জন্মদিন, বড়দিনে বড় হন টলিউডের সুপারস্টার দেব! প্রতিবছরের মতো এ'বছরও জন্মদিনে কাছের মানুষের জন্য সারপ্রাইজ নিয়ে উপস্থিত রুক্মিণী মৈত্র। বিশাল একটি পোস্টারে দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুক্মিণী লিখেছেন, '' আমি তোমায় ভালবাসি আর তুমি জান এটা সত্যি''
রুক্মিণীর ভালবাসার ছবি ট্যুইট করে দেব লিখলেন, '' বছরের পর বছর তুমি এই দিনটায় তুমি কত না চমক দিয়ে ভরিয়ে দাও। এ'বছরও তার অন্যথা হল না। তুমি সবসময় আমার জন্য রয়েছ।''
এই বছর ৩৮-এ পা দিলেন টলিউডের 'মহাদেব'। শুধু এখানকার ভক্তরাই নন, বাংলাদেশের অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
দেব রুক্মিণীকে ফের একসঙ্গে দেখা যাবে এক্কেবারে অন্য ঘরানার রোম্যান্টিক কমেডি 'কিসমিস'-এ! কথা ছিল, এই পুজোতেই মুক্তি পাবে ছবিটি। কিন্তু কোভিডের কারণে সবকিছুই উলটোপালটা হয়ে যায়! ছবির বড় অংশ জুড়ে থাকছে টু-ডি অ্যানিমেশন, যে ধরনের কাজ বাংলা ছবিতে নতুন। এই ছবির মাধ্যমে টলিউডে পা রাখছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, যিনি এর আগে রাজকুমার রাওকে নিয়ে 'আমি সায়রাবানু' বানিয়েছিলেন। 'কিশমিশ'-দেব -রুক্মিণী ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dev