‘কাজ করার সুযোগ হয়েছিল তাঁর সঙ্গে, সারোজ খান চলে যাওয়াটা একটা যুগের পতন’, বললেন ঋতুপর্ণা
- Published by:Simli Raha
Last Updated:
একটি নাচের রিয়ালিটি শো, যেখানে সরোজ খান বিচারকের ভূমিকায় ছিলেন সেই শোতে তাঁর কোরিওগ্রাফ করা গান 'ডোলারে'র সঙ্গে পারফর্ম করেছিলেন ঋতুপর্ণা।
SREEPARNA DASGUPTA
#কলকাতা: শুক্রবার সকালে উঠেই আবার একটা খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। যাঁরা নৃত্য শিল্পী বা নাচতে ভালোবাসেন, তাঁদের কাছে সরোজ খান চলে যাওয়া নিসঃন্দেহে গভীর ক্ষতি ও বেদনার। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বড়পর্দার অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন অসাধারণ নৃত্যশিল্পী । আর ঠিক সেই কারণেই সরোজজির চলে যাওয়াটা তাঁর কাছে যন্ত্রণাদায়ক।
advertisement
এ দিন ঋতুর্পণা জানান, "সরোজ খান চলে যাওয়াটা যেন একটা যুগের পতন। বলিউডে তাঁর নৃত্যের জাদুতে অনেক নায়িকাই পর্দায় অন্য মাত্রা পেতেন তাঁর কোরিওগ্রাফ করা নাচের সঙ্গে। শ্রীদেবী, মিনাক্ষী শেষাদ্রি বা মাধুরি দীক্ষিত সকলেই।"
advertisement
একটি নাচের রিয়ালিটি শো, যেখানে সরোজ খান বিচারকের ভূমিকায় ছিলেন সেই শোতে তাঁর কোরিওগ্রাফ করা গান 'ডোলারে'র সঙ্গে পারফর্ম করেছিলেন ঋতুপর্ণা। ঠিক কি বলেছিলেন সারোজ খান সেদিন? আর কী বললেন ঋতুপর্ণা? দেখুন ভিডিওতে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2020 12:56 PM IST