#কলকাতা: বিয়ের পর রাজ-শুভশ্রীর প্রথম ভ্যালেন্টাইনস ডে ! স্বাভাবিকভাবেই স্পেশাল! এদিন কপোত কপোতির কী কী প্ল্যান ? জানার জন্য মুখিয়ে রয়েছে নায়িকা-পরিচালকের ভক্তকূল! কিন্তু সমস্ত 'গরম' কৌতূহলে জল ঢেলে দিলেন খোদ রাজ! বিয়ের পর প্রথম ভ্যালেন্টানস ডে- তেই 'শুভ'র পাশে নেই তিনি!
কলকাতায় কে 'শুভ'! কিন্তু রাজ কোথায়? জানা গেল, নতুন ছবি ‘শেষ থেকে শুরু’-এর জন্য তিনি পাড়ি দিয়েছেন লন্ডন! প্রযোজক প নায়ক জিৎ! ছবির প্রায় গোটা ইউনিটই হাজির হয়েছেন লন্ডনে! জাননি শুধু শুভশ্রী।
তবে, শুটিং-এ ব্যস্ত থাকলেও 'শুভ'কে যে মিস করছেন রাজ, তা স্পষ্টই বোঝা গেল তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে। কালো টি-শার্ট, ডেনিমে ছবি শেয়ার করলেন, ক্যাপশনে শুভশ্রীর উদ্দেশে লিখেছেন ‘কেয়া বলতি তু’...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakroborty, Raj chakroborty is not present with shubhasree ganguly in valentines day, Shubhashree Ganguly