• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের পর এই প্রথম শুভশ্রীকে ছেড়ে বিদেশে রাজ ! গন্ধটা বেশ সন্দেহজনক...

বিয়ের পর এই প্রথম শুভশ্রীকে ছেড়ে বিদেশে রাজ ! গন্ধটা বেশ সন্দেহজনক...

 • Share this:

  #কলকাতা: ইদানীং রাজ চক্রবর্তীর ব্যস্ত শেডিউল! ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’! তারমধ্যেই রাজ পোঁছিয়ে গেলেন লন্ডন, আগামী ছবির রেইকি করতে! ইউনিটের এক সদস্যর থেকে জানা গেল, আগাগোড়া ছবিটার শুটিং হবে লন্ডনেই! তবে, ছবির গল্প বা স্টার কাস্ট নিয়ে মুখ খোলেননি পরিচালক। কিন্তু শুভশ্রী কী থাকছেন ? সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন রাজ !

  বিয়ের পর যেখানেই রাজ ছবির কাজে গিয়েছেন, সঙ্গী ছিলেন শুভশ্রী! এই প্রথম, শুভকে ছাড়াই লন্ডনে রেইকি করতে গিয়েছেন রাজ। সেখান থেকে নানা জায়াগার ছবিও পোস্ট করছেন ইনস্টাগ্রামে। ছবিতে অবশ্য নায়িকা কমেন্ট করেছেন-- লন্ডন তাঁর প্রিয় শহর। কিন্তু তিনি সঙ্গে নেই কেন ? গন্ধটা বেশ সন্দেহজনক...

  াি্ম্

  First published: