শুভশ্রী গাইছেন গান, ঘরে বসেই রাজ বানালেন মিউজিক ভিডিও
- Published by:Simli Raha
Last Updated:
পুরোটাই বিনা খরচে তৈরি করা হয়েছে। কেউ কোনও পারিশ্রমিক নেননি। এই ভিডিওটা কোথাও বিক্রিও করছেন না রাজ।
ARUNIMA DEY
#কলকাতা: 'বাংলা আমার হাসবে আবার' এই বার্তাই ছড়াতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী। সকলকে অনুপ্রেণিত করার জন্য একটি বিশেষ মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ। প্রত্যেকে নিজের বাড়িতে বসেই শ্যুট করেছেন এই মিউজিক ভিডিও। রাজের এই উদ্যোগে সামিল টলি জগতের নামকরা সব তারকারা। 'বাংলা আমার হাসবে আবার'- এ দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম ও সায়ন্তিকাকে।
advertisement
গানটি গেয়েছেন নিকিতা গান্ধি ও শাশ্বত চট্টোপাধ্যায়। স্টোরি বোর্ড তৈরি করেছেন রাজ চক্রবর্তী নিজে। গানের কথা লিখেছেন প্রসেন। রাজ জানালেন, ‘‘এই গানটা বেসিক্যালি বাংলার মানুষকে এনকারেজ করার জন্য তৈরি করেছি। আমরা আবার আমাদের পুরনো জায়গায় ফিরে যাব সেই বার্তাই দিতে চেয়েছি। কিন্তু তার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে, আমি এটাকে এনকোরেজমেন্ট সং বলবো।’’
advertisement
advertisement
"এই বাংলা আমার হাসবে আবার" বাংলার মানুষদের encouragement এর জন্য এই মিউজিক ভিডিও।Musician, Actors, Actresses-রা সকলে নিজের নিজের বাড়িতে বসে এই মিউজিক ভিডিওতে participate করেছেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। Video is coming on #Monday #20thApril2020 at 11am. pic.twitter.com/DzqU2aWW63
— Raj chakraborty (@iamrajchoco) April 17, 2020
advertisement
অনেকদিন ধরেই এরকম একটা কাজ করার কথা ভাবছিলেন রাজ চক্রবর্তী। হাতে কলমে ভিডিও বানানোর কাজ শুরু হয়েছে এপ্রিল মাসের ৮ তারিখ থেকে। সকলকে নিজেই ফোন করে এই ভিডিওর কথা জানিয়েছেন রাজ। স্টোরি বোর্ডটা জেনে নিয়ে নিজের সুবিধামতো ভিডিও শ্যুট করে রাজকে পাঠিয়েছেন সেলেবরা। রাজ আরও জানালেন, ‘‘এই গানটা আমি উৎসর্গ করতে চাই, বিশেষ করে পুলিশ, চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও ইমার্জেন্সি সার্ভিস-এর সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদেরকে।’’
advertisement
এই ভিডিওর সঙ্গে কোন অর্থের যোগ নেই। পুরোটাই বিনা খরচে তৈরি করা হয়েছে। কেউ কোনও পারিশ্রমিক নেননি। এই ভিডিওটা কোথাও বিক্রিও করছেন না রাজ। সাধারণ মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই ভিডিও তৈরি করেছেন পরিচালক। এই ভিডিও মুক্তি পাবে ২০ এপ্রিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2020 1:59 PM IST