#কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সেই মানুষ যাকে বলা যেতে পারে বট গাছের ছায়া। মানুষের বিপদে সবার আগে যে আগে আসে সে প্রেসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এখনও টলিউডের সুপারস্টার। সে যতই দেব, জিৎ আসুক না কেন বুম্বাকে তাঁর জায়গা থেকে কেউ সরাতে পারেনি। প্রসেনজিৎ বিয়ে করেছেন অর্পিতা পালকে। তাঁদের একটি ছেলেও রয়েছে।টলিউডের সকলকেই বুম্বা বা প্রসেনজিৎ খুব স্নেহ করেন।
এই যেমন অপরাজিতা আঢ্য। প্রসেনজিতের খুব প্রিয় একজন মানুষ। হবেই না বা কেন ! অপরাজিতা হাসি খুশি ছটফটে একটা মানুষ। তাঁকে ভাল না বেসে যে থাকাই যায় না। প্রাক্তন- ছবিতে প্রসেনজিতের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা। আজ অপরাজিতার জন্মদিন। প্রসেনজিৎ ভুললেন না তাঁকে শুভেচ্ছা জানাতে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, " শুভ জন্মদিন। তুমি যেমন আছ তেমনই থাক !সব সময় হাসতে থাক ।"
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Picture, Prosenjit Chatterjee