হোম /খবর /বিনোদন /
পাইলটের হার্ট অ্যাটাক, বিমান ওড়াল তিতলি! তুমুল ট্রোলড সিরিয়ালের প্রোমো

পাইলটের হার্ট অ্যাটাক, বিমান ওড়াল তিতলি! তুমুল ট্রোলড সিরিয়ালের প্রোমো

সিরিয়াল-এর প্রোমোর একটি দৃশ্য৷ Photo-Facebook

সিরিয়াল-এর প্রোমোর একটি দৃশ্য৷ Photo-Facebook

এই প্রোমোকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে৷ পাইলট হওয়ার ন্যূনতম প্রশিক্ষণ না পাওয়া তিতলি কী করে দুম করে বিমান ওড়াতে শুরু করল, তা ভেবেই মাথার চুল ছিঁড়ছেন দর্শক৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সিরিয়াল, সিনেমা বা হালের ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ৷ অনেক ক্ষেত্রেই গল্পের গরু গাছে ওঠে৷ কল্প কাহিনি হিসেবে ধরে নিয়ে এবং নিছক বিনোদনের স্বার্থে সেসব মেনেও নেন দর্শক৷ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এতটাই অবাস্তব এবং অভাবনীয় চিত্রনাট্য রচনা করেন নির্মাতারা, যা দেখে দর্শকের চোখ কপালে ওঠে, ক্ষোভও উগরে দেন তারা৷ সেই তালিকায় এবার সর্বশেষ সংযোজন জনপ্রিয় বাংলা মেগা ধারাবাহিক 'তিতলি'-র একটি প্রোমো৷

কয়েকদিন আগে 'তিতলি' ধারাবাহিকের একটি প্রোমো সংশ্লিষ্ট চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে৷ আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল ট্রোলিং৷ সৌজন্যে বাস্তব বর্জিত ভাবনা৷ ওই প্রোমোতে দেখানো হয়েছে, পাইলট হওয়ার স্বপ্ন দেখা 'তিতলি' নিজের স্বামী এবং পরিবারের সঙ্গে বিমানে চড়ে কোথাও যাচ্ছে৷ পাইলট হওয়ার স্বপ্নপূরণ আদৌ সম্ভব কি না, এই ভেবেই মনমরা সে৷ আর তখনই আসল চমক৷ হঠাৎই দেখা যায়, কেবিন থেকে বেরিয়ে এসেছেন পাইলট৷ সম্ভবত হার্ট অ্যাটাক করে তাঁর৷ পাইলট বেরিয়ে আসায় বিমান তখন টালমাটাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক৷ এই পরিস্থিতিতে সিট ছেড়ে সোজা ককপিটে ঢুকে পড়ে তিতলি৷ সেখানে সহকারী পাইলট থাকলেও তিনি বিমান সামলাতে তখন হিমশিম খাচ্ছেন৷

পরের দৃশ্যে দেখানো হচ্ছে, পাইলটের আসনে বসে পড়েছে তিতলি৷ নিজের স্বামী সানিকে সে বলছে, এটিসি থেকে যা নির্দেশ আসছে তা তাকে বলতে৷ কারণ তিতলি কানে শুনতে পায় না, অন্যের লিপ রিড পড়ে কথা বোঝে সে! প্রোমোর শেষ দৃশ্যে দেখানো হচ্ছে, বিমান প্রায় মুখ থুবড়ে মাটিতে পড়ছে, আর তিতলি মরিয়া হয়ে যেমন তেমন করে সেটিকে ওড়ানোর চেষ্টা করছে তিতলি৷ এই বিপদ থেকে তিতলি বিমানকে নিরাপদে নামিয়ে আনতে পারে কি না, দর্শকের সামনে সেই কৌতূহল জিইয়ে রেখেই শেষ হয়েছে প্রোমো৷

আর এই প্রোমোকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে৷ পাইলট হওয়ার ন্যূনতম প্রশিক্ষণ না পাওয়া তিতলি কী করে দুম করে বিমান ওড়াতে শুরু করল, তা ভেবেই মাথার চুল ছিঁড়ছেন দর্শক৷ পাইলট অসুস্থ হলেও কো পাইলটের ভূমিকা কী, তা নিয়েও উঠছে প্রশ্ন৷ তিতলি চরিত্রটিকে কেন্দ্র করেই এই সিরিয়াল, ফলে শেষ পর্যন্ত টালামাটাল বিমানকে সে যে নিরাপদেই মাটিতে নামিয়ে আনবে, এমনই প্রত্যাশিত৷ আর এখানেই দর্শকদের প্রশ্ন, এতখানি বাস্তব বর্জিত চিত্রনাট্য তৈরি করার মানে কী? স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় প্রোমোটি পোস্ট করার পর সেখানে চোখা চোখা কমেন্টও করেছেন নেটিজেনরা৷

কিছুদিন আগে অন্য একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র একটি দৃশ্যও একই ভাবে ট্রোলড হয়েছিল৷ সেখানে একটি দৃশ্যে চিকিৎসকের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল সস্তার স্ক্রাব প্যাড৷ আর তা দিয়েই তিনি মরণাপন্ন এক রোগীকে বাঁচিয়ে তোলেন৷ তবে শুধু বাংলা নয়, েবশ কিছু হিন্দি ধারাবাহিকও একই দোষে দুষ্ট৷ দর্শকদের একটাই প্রশ্ন, হলই বা সিরিয়াল, বাস্তবের সঙ্গে কিছুটাও হলেও মিল রেখে চিত্রনাট্য তৈরি করলে ক্ষতি কী?

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bengali Serial, Titli