বিয়ের আগে আর এক ‘স্ত্রী’র কাছে আইবুড়ো ভাত খেলেন টেলি-নায়ক রুদ্রজিৎ

Last Updated:

বরণ করে নিলেন ইন্দ্রানী দত্ত । আশীর্বাদ করলেন দীপঙ্কর দে । উপস্থিত ছিলেন ‘জীবনসাথী’র তূর্ণ’র স্ত্রী’ও ।

#কলকাতা: এনগেজমেন্টের বাকি আর মাত্র কয়েকটা দিন । টলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই । এ বার চার হাত এক হবে রুদ্রুজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর । ভালবাসার দিন ভ্যালেন্টাইন’স ডে-র দিনেই একে অপরের আঙুলে পরিয়ে দেবেন আংটি । সে দিনই হবে আইনি বিয়ে । ১৪ ফেব্রুয়ারিতেই রিয়েল লাইফে ঘর বাঁধবেন পর্দার রাঘব ও পারুল।
বিয়ের ঠিক আগের মুহূর্তে এখন চরম ব্যস্ততায় দিন কাটছে রুদ্র-প্রমিতার । ভক্তরা তাঁদের ভালবেসে নাম দিয়েছে ‘রুমিতা’ । বিয়ের তোড়জোড় নিয়ে এখন বেজায় ব্যস্ত টি-টাউনের জনপ্রিয় এই জুটি । আর বিয়ের ঠিক শপিং, প্ল্যানিং, শ্যুটিংয়ের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্বও । রুদ্র এখন ব্যস্ত জি-বাংলার ‘জীবনসাথী’ ধারাবাহিক নিয়ে । সেখানে ‘তূর্ণ’র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে ।
advertisement
advertisement
advertisement
বিয়ের আগে তাঁকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াল তাঁর সেটের কলাকুশলীরা । বরণ করে নিলেন ইন্দ্রানী দত্ত । আশীর্বাদ করলেন দীপঙ্কর দে । উপস্থিত ছিলেন তূর্ণ’র রিল লাইফের স্ত্রী’ও । সকলেই তাঁকে আইবুড়ো ভাত খাইয়ে দিলেন ।
এ দিকে প্রমিতাই বা বাদ যান কেন? বিয়ের আগেই মাথা ভর্তি সিঁদুর, গা ভর্তি গয়না, চন্দন পরলেন প্রমিতা । আসলে একটি বিশেষ শ্যুট ছিল তাঁর । কনের সাজে সেই সমস্ত শ্যুটিং করতে করতেই তিনি সেরে নিলেন আইবুড়ো ভাত পর্বটাও ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আগে আর এক ‘স্ত্রী’র কাছে আইবুড়ো ভাত খেলেন টেলি-নায়ক রুদ্রজিৎ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement