বিয়ের আগে আর এক ‘স্ত্রী’র কাছে আইবুড়ো ভাত খেলেন টেলি-নায়ক রুদ্রজিৎ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বরণ করে নিলেন ইন্দ্রানী দত্ত । আশীর্বাদ করলেন দীপঙ্কর দে । উপস্থিত ছিলেন ‘জীবনসাথী’র তূর্ণ’র স্ত্রী’ও ।
#কলকাতা: এনগেজমেন্টের বাকি আর মাত্র কয়েকটা দিন । টলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই । এ বার চার হাত এক হবে রুদ্রুজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর । ভালবাসার দিন ভ্যালেন্টাইন’স ডে-র দিনেই একে অপরের আঙুলে পরিয়ে দেবেন আংটি । সে দিনই হবে আইনি বিয়ে । ১৪ ফেব্রুয়ারিতেই রিয়েল লাইফে ঘর বাঁধবেন পর্দার রাঘব ও পারুল।
বিয়ের ঠিক আগের মুহূর্তে এখন চরম ব্যস্ততায় দিন কাটছে রুদ্র-প্রমিতার । ভক্তরা তাঁদের ভালবেসে নাম দিয়েছে ‘রুমিতা’ । বিয়ের তোড়জোড় নিয়ে এখন বেজায় ব্যস্ত টি-টাউনের জনপ্রিয় এই জুটি । আর বিয়ের ঠিক শপিং, প্ল্যানিং, শ্যুটিংয়ের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্বও । রুদ্র এখন ব্যস্ত জি-বাংলার ‘জীবনসাথী’ ধারাবাহিক নিয়ে । সেখানে ‘তূর্ণ’র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে ।
advertisement
advertisement
advertisement
বিয়ের আগে তাঁকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াল তাঁর সেটের কলাকুশলীরা । বরণ করে নিলেন ইন্দ্রানী দত্ত । আশীর্বাদ করলেন দীপঙ্কর দে । উপস্থিত ছিলেন তূর্ণ’র রিল লাইফের স্ত্রী’ও । সকলেই তাঁকে আইবুড়ো ভাত খাইয়ে দিলেন ।
এ দিকে প্রমিতাই বা বাদ যান কেন? বিয়ের আগেই মাথা ভর্তি সিঁদুর, গা ভর্তি গয়না, চন্দন পরলেন প্রমিতা । আসলে একটি বিশেষ শ্যুট ছিল তাঁর । কনের সাজে সেই সমস্ত শ্যুটিং করতে করতেই তিনি সেরে নিলেন আইবুড়ো ভাত পর্বটাও ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2021 10:45 PM IST