এক মাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিলের সঙ্গে অন্তরঙ্গ নুসরত, প্রকাশ্যে এল ছবি

Last Updated:
#বোদরুম: প্রেমের জোয়ারে ভাসছেন নায়িকা ৷ চারদিন ধরে তুরস্কের বোদরুম শহরে এলাহিভাবে বিয়ে সেরেছেন নুসরত জাহান ৷ তিন বছরের পরিচয় এখন বিবাহের বন্ধনে আবদ্ধ ৷ বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে পরিচয়টা তিনবছর আগে ৷ নিখিলের ব্র্যান্ডের হয়ে অ্যাম্বাসাডর নুসরত ৷ প্রথম আলাপ সেই সময় ৷ নিখিলের দিক থেকে ভাল লাগা থাকলেও ৷ নুসরতেরও তখনও ছিল সেই পেশাদারী মনোভাব ৷ ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্টের মতো করেই মিশতেন ৷ কাজের বাইরে নো কথা-বার্তা ৷
তবে, বরফ গলতে দুটো বছর লেগে গেল ৷ অবশেষে সম্পর্কে আসা ৷ আর শেষ অবধি শুভ পরিণয় ৷ সব মিলিয়ে দম্পতি এখন চূড়ান্ত রোম্যান্সে মজেছেন ৷
advertisement
advertisement
চারদিন ধরে বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় অনুষ্ঠিত হয়েছে বিয়ের আসর ৷ জনাএকশ অতিথি হাজির ছিলেন অনুষ্ঠানে ৷
64920202_2432763233619854_7710011627846366222_n (1)
বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে গত ২০ জুন ৷ এই দুটোদিন তুরস্কেই সময় কাটিয়েছেন দম্পতি ৷ এ বার সামনে এল বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর নুসরত ও নিখিলের প্রথম ছবি ৷
advertisement
62633017_142169033631551_539975069511843983_n
বিয়ের অনুষ্ঠানের পর ক্যামেরার সামনে এই প্রথম নবদম্পতি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
যেখানে একমাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিলের বক্ষলগ্না হয়ে রয়েছেন নুসরত জাহান ৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন নিখিল জৈন ৷
View this post on Instagram
When Nusrat Jahan leaves kolkata for her wedding ceremony.. #thenjaffair @nusratchirps @nikhiljain09 A post shared by Amrit Halder (@amrithalder) on
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক মাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিলের সঙ্গে অন্তরঙ্গ নুসরত, প্রকাশ্যে এল ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement