৯০ এর নস্টালজিয়া উস্কে দিতে একঝাঁক শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পুজোর আগে এমন একটা জমজমাট সন্ধে কার না প্রিয়।
#কলকাতা: পুজের আগে সেরা খবর এসেই গিয়েছে। সব বিধি মেনে কম সংক্ষক দর্শক নিয়ে আবার শুরু করা যাবে সিনেমা হল বা পাবলিক শো।কিন্তু করোনা বোধহয় এই কয়েক মাসেই আমাদের অনলাইনেই জীবন ধারণে অভ্যস্ত করে তুলেছে। তাই আগে থেকে ঠিক করা বেশ কিছু অনুষ্ঠান অনলাইনেই উপভোগ করার সুযোগ রয়েছে।
ঠিক সেইরকমই, গানে, কবিতায়, ছবিতে ৯০ দশকের স্মৃতি উসকে দিতে আগামী ৪অক্টোবর হতে চলেছে "৯০ নস্টালজিয়া"। বাচিক শিল্পী সৌভিক ভট্টাচার্যের উদ্দ্যোগে সন্ধে ৭.৩০ থেকে দেখা যাবে এই অনুষ্ঠান।
পুজোর আগে এমন একটা জমজমাট সন্ধে কার না প্রিয়। ডিজিটাল মাধ্যমে এই কনসার্টে থাকছেন প্রখ্যাত সংগীত শিল্পী সিধু, বাচীক শিল্পী শৌভিক ভট্টাচার্য। সঙ্গে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন রূপঙ্কর, উপল, পটা, সুরজিৎ, অনিন্দ্য।
advertisement
advertisement
শৌভিকের উদ্যোগে এই নব্বইয়ের নস্টালজিয়ায় শ্রোতারা এক ফেলে আসা দিনের ছোঁওয়া পাবেন! এই ডিজিটাল পারফরম্যান্সটি নব্বই দশকের বাঙালি জীবনের কিছু টুকরো ছবি তুলে ধরবে। গানের শিল্পী ,ব্যান্ড এবং গানের কথা সব মিলিয়ে নানা মাইলস্টোন নিয়ে থিমে সাজানো এই অনুষ্ঠান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2020 5:13 PM IST