টলিউডে হিন্দি গান দিয়ে ফের ‘উড়ান’ ধরলেন নিকিতা গান্ধি

Last Updated:
#কলকাতা: চেন্নাইয়ের ডেন্টাল কলেজে পড়াশোনার ফাঁকে এ আর রহমানের সঙ্গীত স্কুলে ক্লাসও চলত। সকালে কলেজ আর বিকেলে গান চালাতে অসুবিধে হয়নি কলকাতার মেয়ে নিকিতা গান্ধির। ‘রাবতা’, ‘জগ্গা জাসুস’, ‘সঞ্জু’-এর পর নিকিতা এখন জনপ্রিয়। যদিও বলিউডে গাইবার আগে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকগুলো হিট ছবিতে গান করেছেন। শঙ্করের ‘আই’ এবং ‘ওকে জানু’র দক্ষিণী ভার্সান মণি রত্নমের ‘ও কাদাল কানমানি’তে গেয়েছিলেন নিকিতা।
বলিউডে এখন নিকিতা এখন বড় নাম ৷ কলকাতার এই কন্যা তাঁর সুরের জাদুতে একের পর এক ঝড় তুলে চলেছন ৷ কলকাতার মেয়ে অথচ বাংলা ছবিতে গান গাইবেন না, তা তো হয় না। এর আগে অনীক দত্তর ‘মেঘনাদবধ রহস্য’ছবিতে গান গেয়েছেন নিকিতা। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া বিরসা দাশপুপ্তের ‘ক্রিসক্রস’-এ নিকিতার গাওয়া ‘দুনিয়া’বেশ জনপ্রিয় হয়েছে ৷
advertisement
এবার তিনি একটি হিন্দি গান গাইলেন পরিচালক অর্ক রায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘উড়ান’-এর জন্য ৷ জানা গিয়েছে, নিকিতার গাওয়া গানটিই হল উড়ানের টাইটেল সং ৷ যে গানটির কথা দিয়ছেন তিথি দত্ত, এরই সঙ্গে গানঘরের দায়িত্ব সামলেছেন কুন্তল দে ৷ গতকাল শুক্রবার নিকিতা কলকাতায় বসেই গানটি রেকর্ড করেন ৷
advertisement
পরিচালক জানিয়ছেন, ‘উড়ান’হল একটি পারিবারিক ছবি ৷ একটি গোড়া পরিবারে বিদেশি সংস্কৃতির গ্রহণযোগ্যতা নিয়ে টানাপড়েনের কাহিনি উঠে আসবে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিউডে হিন্দি গান দিয়ে ফের ‘উড়ান’ ধরলেন নিকিতা গান্ধি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement