‘কৃষ্ণকলি’র কোমর ধরে তুমুল নাচ নিখিলের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

১৪ দিন কাটিয়ে এখন অবশ্য নিখিল সম্পূর্ণ করোনা মুক্ত । আবার ফিরে গিয়েছেন শ্যুটিং ফ্লোরে ।

#কলকাতা: সন্ধ্যে হলেই বেশিরভাগ বাঙালি পরিবারের ড্রয়িংরুম গমগম করে ওঠে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের টানটান পর্বগুলির সৌজন্যে । শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে । এক থেকে তিনের মধ্যে বরাবরই সে নিজের জায়গা পাকা করে নিয়েছে ।
আর সবচেয়ে প্রিয় হল সেই ধারাবাহিকের দুই প্রধান চরিত্র, বলা ভাল নায়ক-নায়িকা। কৃষ্ণকলি নাম ভূমিকায় শ্যামা বা তিয়াশা রায় আর নিখিলের ভূমিকায় নীল ভট্টাচার্য্য । ইতিমধ্যেই অবশ্য চিত্রনাট্যের প্রয়োজনে ধারাবাহিকে এসেছে তিয়াসার ডবল রোল, অর্থাৎ মাম । বহুদিন নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরতে এসেছে শ্যামা । সেই নিয়ে আপাতত ধারাবাহিকের টিআরপি চনমনে ।
advertisement
এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন নীল । ফলে সেটে যেতে পারেননি বেশ কিছু দিন । তবে তার জন্য একদিনও বন্ধ থাকেনি সিরিয়াল । বাড়ি থেকেই শ্যুটিং করছিল নীল । ১৪ দিন কাটিয়ে এখন অবশ্য তিনি সম্পূর্ণ সুস্থ । আবার ফিরে গিয়েছেন শ্যুটিং ফ্লোরে ।
advertisement
আর পর্দার মতোই নীল আর তিয়াশার বন্ধুত্ব কিন্তু অফ-স্ক্রিনেও । তাঁদের মধ্যে রসায়ন দূর্দান্ত । দু’জনে খুব ভাল বন্ধুও । তাই সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁদের দেখা যায় একসঙ্গে । কখনও টিকটক ভিডিও বানান, কখনও বা পোজ দিয়ে সেলফি ।
advertisement
View this post on Instagram

Best Feeling— Pujo Asche #feelitreelit #feelkorboreelkorbo #durgapuja #goneel @zeebanglaofficial

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

advertisement
সামনেই পুজো আসছে । এ বার দু’জনে একসঙ্গে নেচে ফেললেন ‘ঢাকের তালে কোমর দোলে’রসুরে । এথনিক লুকে নজর কাড়লেন নিখিল আর শ্যামা । সেই ভিডিও শেয়ারও করলেন নায়ক ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কৃষ্ণকলি’র কোমর ধরে তুমুল নাচ নিখিলের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement