'বাবাকে নিয়ে গুজব রটছে, উনি ভাল আছেন', সাফ জানালেন নাসির পুত্র

Last Updated:

তবে শুধু নাসির নন, বাংলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েও শুরু হয় অনেক জল্পনা৷

#মুম্বই: ইরফান, ঋষির মৃত্যুর পরপরই নাসিরউদ্দিন শাহের শারীরিক অবস্থা নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই জানান যে নাসির সাবও অসুস্থ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই নিয়ে সিনে প্রেমীদের মধ্যে শুরু হয় চাপানউতর৷ খোঁজ শুরু হয়৷ তবে শুধু নাসির নন, বাংলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েও শুরু হয় অনেক জল্পনা৷ তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর রটে যায়৷
নাসিরউদ্দিন শাহ সুস্থ রয়েছেন৷ জানিয়ে দিয়েছেন তাঁর ছেলে ভিভান৷ একটি ট্যুইটে তিনি স্পষ্ট করেছেন যে তাঁর বাবা সুস্থ রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে সব কথা রটেছে, তার পুরোটাই গুজব৷ ইরফান খান এবং ঋষি কাপুরের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন৷ এঁদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলেই ভিভানের মত৷ এরপর নাসিরউদ্দিন নিজেও তাঁর ফসেবুক মারফত জানিয়ে দেন যে তিনি সুস্থ রয়েছেন এবং তাঁর খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে সৌমিত্রবাবুর কন্যা পৌলমীও নিজের ফেসবুকে স্পষ্ট করেন যে তাঁর বাবা সুস্থ রয়েছেন৷ এবং তিনি নানাবিধ কাজের মধ্যেই সময় কাটাচ্ছেন৷ পরপর মৃত্যু বলিউডে৷ শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম মুম্বই ইন্ডাস্ট্রিতে৷ লকডাউনের মাঝে দেখা সাক্ষাৎ তো বন্ধ৷ তাই অনেক বয়স্ক অভিনেতার শারীরিক খবর সঠিক ভাবে মিলছে না৷ যার জন্য ছড়াচ্ছে গুজব৷ তবে এমন কোনও খবর সোশ্যাল মিডিয়ায় পেলেই তা বিশ্বাস করবেন না এবং ছড়িয়ে দেবেন না৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বাবাকে নিয়ে গুজব রটছে, উনি ভাল আছেন', সাফ জানালেন নাসির পুত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement