'বাবাকে নিয়ে গুজব রটছে, উনি ভাল আছেন', সাফ জানালেন নাসির পুত্র

Last Updated:

তবে শুধু নাসির নন, বাংলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েও শুরু হয় অনেক জল্পনা৷

#মুম্বই: ইরফান, ঋষির মৃত্যুর পরপরই নাসিরউদ্দিন শাহের শারীরিক অবস্থা নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই জানান যে নাসির সাবও অসুস্থ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই নিয়ে সিনে প্রেমীদের মধ্যে শুরু হয় চাপানউতর৷ খোঁজ শুরু হয়৷ তবে শুধু নাসির নন, বাংলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েও শুরু হয় অনেক জল্পনা৷ তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর রটে যায়৷
নাসিরউদ্দিন শাহ সুস্থ রয়েছেন৷ জানিয়ে দিয়েছেন তাঁর ছেলে ভিভান৷ একটি ট্যুইটে তিনি স্পষ্ট করেছেন যে তাঁর বাবা সুস্থ রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে সব কথা রটেছে, তার পুরোটাই গুজব৷ ইরফান খান এবং ঋষি কাপুরের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন৷ এঁদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলেই ভিভানের মত৷ এরপর নাসিরউদ্দিন নিজেও তাঁর ফসেবুক মারফত জানিয়ে দেন যে তিনি সুস্থ রয়েছেন এবং তাঁর খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে সৌমিত্রবাবুর কন্যা পৌলমীও নিজের ফেসবুকে স্পষ্ট করেন যে তাঁর বাবা সুস্থ রয়েছেন৷ এবং তিনি নানাবিধ কাজের মধ্যেই সময় কাটাচ্ছেন৷ পরপর মৃত্যু বলিউডে৷ শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম মুম্বই ইন্ডাস্ট্রিতে৷ লকডাউনের মাঝে দেখা সাক্ষাৎ তো বন্ধ৷ তাই অনেক বয়স্ক অভিনেতার শারীরিক খবর সঠিক ভাবে মিলছে না৷ যার জন্য ছড়াচ্ছে গুজব৷ তবে এমন কোনও খবর সোশ্যাল মিডিয়ায় পেলেই তা বিশ্বাস করবেন না এবং ছড়িয়ে দেবেন না৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বাবাকে নিয়ে গুজব রটছে, উনি ভাল আছেন', সাফ জানালেন নাসির পুত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement