করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপা

Last Updated:

এ বার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল । ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ দিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন ।

করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ।
করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ।
#কলকাতা: গোটা দেশ যেন ধীরে ধীরে এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যের অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হযে যাচ্ছেন ।
করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন- তালিকাটা অনেকটাই দীর্ঘ । এ বার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল । ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ দিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন । সেই পোস্টের মাধ্যমেই তিনি জানিয়েছেন, নন্দিনীদেবী করোনায় আক্রান্ত এবং তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক । তাঁর একমাত্র কন্যা সোহিনী পাল যথাসাধ্য লড়াই করছেন মা’কে সুস্থ করার । পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে এসেছেন সাহায্যার্থে । প্রসঙ্গত তাপস পাল বহুদিন তৃণমূলের সাংসদ ছিলেন । ২০১৪-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি ।
advertisement
advertisement
তবে সুদীপার এই পোস্টের পর নেটিজেনরা অধিকাংশই নন্দিনীদেবীর সুস্থতা কামনা করেছেন । তবে কেউ কেউ এই পোস্টের বিরোধিতাও করেছেন । অনেকেই লিখেছেন, ‘‘এই খবরটি প্রচার করার কারণ কী?’’ কেউ লিখেছেন, ‘‘উনি তৃণমূলের সাংসদ ছিলেন । তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর দল এটা করেছে ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement