করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপা

Last Updated:

এ বার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল । ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ দিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন ।

করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ।
করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ।
#কলকাতা: গোটা দেশ যেন ধীরে ধীরে এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যের অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হযে যাচ্ছেন ।
করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন- তালিকাটা অনেকটাই দীর্ঘ । এ বার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল । ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ দিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন । সেই পোস্টের মাধ্যমেই তিনি জানিয়েছেন, নন্দিনীদেবী করোনায় আক্রান্ত এবং তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক । তাঁর একমাত্র কন্যা সোহিনী পাল যথাসাধ্য লড়াই করছেন মা’কে সুস্থ করার । পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে এসেছেন সাহায্যার্থে । প্রসঙ্গত তাপস পাল বহুদিন তৃণমূলের সাংসদ ছিলেন । ২০১৪-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি ।
advertisement
advertisement
তবে সুদীপার এই পোস্টের পর নেটিজেনরা অধিকাংশই নন্দিনীদেবীর সুস্থতা কামনা করেছেন । তবে কেউ কেউ এই পোস্টের বিরোধিতাও করেছেন । অনেকেই লিখেছেন, ‘‘এই খবরটি প্রচার করার কারণ কী?’’ কেউ লিখেছেন, ‘‘উনি তৃণমূলের সাংসদ ছিলেন । তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর দল এটা করেছে ।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement