‘বৌভাতের পরদিন মাছের সবচেয়ে ছোট পিসটা দিয়েছিলেন শাশুড়ি’, কেঁদে ফেললেন কনীনিকা

Last Updated:

অনেক খারাপের পরেও এভাবেই গায়ে গা লাগিয়ে এগিয়ে চলে শাশুড়ি-বৌমার গল্প ৷

#কলকাতা: কথায় বলে শাশুড়ি কোনও দিনই মা হন না ৷ কথাটা কতটা ঠিক? এই বিতর্ক যে কোনও সংসারে ছুঁড়ে দিলে নির্ঘাত একটা দক্ষ যজ্ঞ বেঁধে যাবে ৷ আবার শাশুড়িরাও মুখ বেঁকিয়ে উত্তর দেবেন, ‘ঘরের বৌয়ের আবার অত কথায় কাজ কী?’
ঠিক এমন একটা চিত্রই কনীনিকার শ্বশুরবাড়িতে ৷ তাঁর শাশুড়িও যে কোনওদিনই মা হয়ে উঠতে পারেননি সে কথাই কাঁদতে কাঁদতে জানালেন নায়িকা ৷ তিনি ছিলেন বাড়ির ছোট মেয়ে ৷ সকলের আদরের ৷ সকলের ভালবাসার ৷ সবচেয়ে ভাল, বড়, সুন্দর জিনিসটা তাঁর জন্যই রাখা থাকত ৷ শ্বশুরবাড়িতে যেতেই সব বদলে গেল ৷ নিজের মা হলে এমনটা কি হত?
advertisement
advertisement
অন্যদিকে, কনীনিকার শাশুড়ি অনুসূয়া মজুমদার ৷ তাঁরও অভিযোগের তীর বৌমার দিকে ৷ বৌমা তাঁকে নাকি ভাল করে কোনওদিন মা বলেই ডাকেনি ৷ তবু রাত দুপুরে একা ঘরে ভয় পেলে বৌমার কাছেই আসেন তিনি ৷ কনীনিকাও আরশোলাতে ভয় পেলে চটি দিয়ে তা মেরে দেন শাশুড়ি ৷
advertisement
অনেক খারাপের পরেও এভাবেই গায়ে গা লাগিয়ে এগিয়ে চলে শাশুড়ি-বৌমার গল্প ৷ উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবি 'মুখার্জীদার বৌ'-এ উঠে আসবে এমনই ঘরোয়া মধ্যবিত্ত পরিবারের বিবাহিত মহিলাদের জীবনচরিত। শুক্রবারই উইন্ডোজ প্রডোকশনের তরফে প্রকাশ করা হয়েছে ছবির টিজার।
advertisement
এই ছবিতে বৌমা অদিতি-র ভূমিকায় দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও শাশুড়ি শোভারানির ভূমিকায় দেখা যাবে অনুসূয়া মজুমদারকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে বাদশা মৈত্র, বিশ্বনাথ বসু ও অপরাজিতা আঢ্যর মতো অভিনেতা অভিনেত্রীকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বৌভাতের পরদিন মাছের সবচেয়ে ছোট পিসটা দিয়েছিলেন শাশুড়ি’, কেঁদে ফেললেন কনীনিকা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement