‘বৌভাতের পরদিন মাছের সবচেয়ে ছোট পিসটা দিয়েছিলেন শাশুড়ি’, কেঁদে ফেললেন কনীনিকা

Last Updated:

অনেক খারাপের পরেও এভাবেই গায়ে গা লাগিয়ে এগিয়ে চলে শাশুড়ি-বৌমার গল্প ৷

#কলকাতা: কথায় বলে শাশুড়ি কোনও দিনই মা হন না ৷ কথাটা কতটা ঠিক? এই বিতর্ক যে কোনও সংসারে ছুঁড়ে দিলে নির্ঘাত একটা দক্ষ যজ্ঞ বেঁধে যাবে ৷ আবার শাশুড়িরাও মুখ বেঁকিয়ে উত্তর দেবেন, ‘ঘরের বৌয়ের আবার অত কথায় কাজ কী?’
ঠিক এমন একটা চিত্রই কনীনিকার শ্বশুরবাড়িতে ৷ তাঁর শাশুড়িও যে কোনওদিনই মা হয়ে উঠতে পারেননি সে কথাই কাঁদতে কাঁদতে জানালেন নায়িকা ৷ তিনি ছিলেন বাড়ির ছোট মেয়ে ৷ সকলের আদরের ৷ সকলের ভালবাসার ৷ সবচেয়ে ভাল, বড়, সুন্দর জিনিসটা তাঁর জন্যই রাখা থাকত ৷ শ্বশুরবাড়িতে যেতেই সব বদলে গেল ৷ নিজের মা হলে এমনটা কি হত?
advertisement
advertisement
অন্যদিকে, কনীনিকার শাশুড়ি অনুসূয়া মজুমদার ৷ তাঁরও অভিযোগের তীর বৌমার দিকে ৷ বৌমা তাঁকে নাকি ভাল করে কোনওদিন মা বলেই ডাকেনি ৷ তবু রাত দুপুরে একা ঘরে ভয় পেলে বৌমার কাছেই আসেন তিনি ৷ কনীনিকাও আরশোলাতে ভয় পেলে চটি দিয়ে তা মেরে দেন শাশুড়ি ৷
advertisement
অনেক খারাপের পরেও এভাবেই গায়ে গা লাগিয়ে এগিয়ে চলে শাশুড়ি-বৌমার গল্প ৷ উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবি 'মুখার্জীদার বৌ'-এ উঠে আসবে এমনই ঘরোয়া মধ্যবিত্ত পরিবারের বিবাহিত মহিলাদের জীবনচরিত। শুক্রবারই উইন্ডোজ প্রডোকশনের তরফে প্রকাশ করা হয়েছে ছবির টিজার।
advertisement
এই ছবিতে বৌমা অদিতি-র ভূমিকায় দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও শাশুড়ি শোভারানির ভূমিকায় দেখা যাবে অনুসূয়া মজুমদারকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে বাদশা মৈত্র, বিশ্বনাথ বসু ও অপরাজিতা আঢ্যর মতো অভিনেতা অভিনেত্রীকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বৌভাতের পরদিন মাছের সবচেয়ে ছোট পিসটা দিয়েছিলেন শাশুড়ি’, কেঁদে ফেললেন কনীনিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement