#কলকাতা: তিনি নতুন জামাই। এ'বছর প্রথম জামাইষষ্ঠী। নানা অসুস্থতা এবং বর্তমান পরিস্থিতির জন্য সেভাবে আয়োজন করা সম্ভব হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলেও হয়তো আড়ম্বর তখনও থাকত না । কারণ, তিনি বরাবরই অনাড়ম্বর জীবনযাপন পছন্দ করেন। অভিনেতা দীপঙ্কর দে। আইনিভাবে গাঁটছড়া বেঁধেছেন এই বছরই, দীর্ঘদিনের সঙ্গী দোলন রায়ের সঙ্গে নতুনভাবে পথ চলা শুরু করেছেন প্রবীণ অভিনেতা।
নিজে সিওপিডি-র রোগী। তাই করোনা সংক্রমণের বিধ্বস্ত সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন স্বামী-স্ত্রী দু'জনেই । বাড়ির বাইরে বেরনো এক্কেবারেই বন্ধ। কিন্তু জামাইষষ্ঠীর দিন নিজে হাতে রান্না করে জামাইকে তাঁর পছন্দের পদটা না খাওয়ালে কি আর শাশুড়ি মায়ের মন ভরে ? জামাই আগগেভাগেই জানিয়েছিলেন মিষ্টি খাবেন না! তাই, জামাইয়েরপছন্দের মাটন রান্না করেই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন দোলনের মা। শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়ে বেজায় খুশি দীপঙ্কর দে। জামাইষষ্ঠীতে শাশুড়িকে উপহার দিলেন 'ডার্ক চকোলেট' ক্যাডবেরি।
একটা সময় সেতার বাজাতেন, লকডাউনে সেতার শোনার প্রতি ভালবাসাটা দ্বিগুণ হয়েছে দীপঙ্কর দে-র। দোলন বাড়ি থেকেই শুটিং সারছেন, পাশাপাশি সময় পেলেই কবিতা পাঠ করে শোনাচ্ছেন তাঁর 'টিটো' কে।
DEBAPRIYA DUTTA MAJUMDAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dipankar Dey