corona virus btn
corona virus btn
Loading

কোলাকুলি নয়, বন্ধুর বাড়ি যাওয়া নয় ! খুশির ইদে ট্যুইটারে শুভেচ্ছা বার্তা মিথিলার !

কোলাকুলি নয়, বন্ধুর বাড়ি যাওয়া নয় ! খুশির ইদে ট্যুইটারে শুভেচ্ছা বার্তা মিথিলার  !
photo source Instagram

লকডাউনের জন্য বাংলাদেশেই নিজের বাড়িতে আটকে পড়েন মিথিলা।

  • Share this:

#কলকাতা: আজ, সোমবার খুশির ইদ। তবে অন্যবারের মতো নয় এবারের ইদ। সারা দেশে এখন করোনা আতঙ্কে ভুগছে। দেশ নয় বলতে গেলে গোটা বিশ্ব লড়াই করছে এই ভাইরাসের সঙ্গে। আর সেই কারণেই এবারের ইদের ছবিটা একেবারে অন্য। খুশির ইদে মানুষ কেউ কাউকে কোলাকুলি করতে পারছেন না। যেতে পারছেন না একে অপরের বাড়ি। সকলকে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। সব রকম সর্তকতা মেনেই পালন করা হচ্ছে ইদ।

নুসরত থেকে শুরু করে সব সেলেবরাই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা। সদ্যই বাংলাদেশের মিথিলার সঙ্গে বিয়ে হয়েছে টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। কিন্তু লকডাউনের জন্য বাংলাদেশেই নিজের বাড়িতে আটকে পড়েন মিথিলা। এবার বাড়ি থেকেই সকলকে ইদের শুভেচ্ছা জানালেন মিথিলা। ট্যুইটারে ভিডিও পোস্ট করে তিনি বলেন, " সবাইকে ইদের শুভেচ্ছা। এবারের ইদ সত্যিই অন্যরকম। অন্য সব বারের মতো কোলাকুলি করা, ভাল ভাল খাওয়া, নতুন জামা কাপড় পরে বন্ধুদের বাড়ি দাওয়াতে যাওয়া, কিছুই হচ্ছে না। আমরা পরিবারের সঙ্গে থেকে ইদ পালন করছি এবার। আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, বাড়িতে থাকি, সুস্থ থাকি।" এভাবেই ইদের শুভেচ্ছা জানালেন মিথিলা।

Published by: Piya Banerjee
First published: May 25, 2020, 6:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर