ফেসবুকে মেয়ের ফোন নম্বর চাইলেন যুবক, উত্তরে মীরের জবাব দেখলে চমকে যাবেন!

Last Updated:
#কলকাতা: সন্তান সব সময়ই বাবা-মায়ের কাছে সবচেয়ে স্নেহের জায়গা ৷ তারকারাও তাঁর ব্যতিক্রম নয় ৷ তাই সন্তানকে নিয়ে কেউ কটূ কথা বললে বা অপ্রত্যাশিত দাবি জানালে তা কোনও বাবা-মার পক্ষেই মেনে নেওয়া সম্ভব হয় না ৷ আর বাবাদের কাছে কন্যা সন্তানরা সাধারণভাবেই একটু বেশিই আদুরে হয়ে থাকে ৷ বাংলার আর এক তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাঁর মেয়ে সানার খুনসুটি, লেগ পুলিং প্রায়শই দেখতে অভ্যস্ত নেটিজেনরা ৷ এবার সেই তালিকায় এল আরও এক তারকার নাম ৷ মীর ও তাঁর মেয়ে মুসকান ৷
মীরের একমাত্র মেয়ে মুসকান তাঁর বাবার খুবই আদুরে ৷ তাই মেয়েকে নিয়ে একটাও বিরূপ মন্তব্য বাবা হিসাবে একেবারেই মেনে নিতে পারেন না মীর ৷ এবার সেই প্রমাণ দেখা গেল সোশ্যাল মিডিয়াতেও ৷ ফেসবুকে সম্প্রতি মেয়ের সঙ্গে কফি ডেটে যাওয়ার একটি ছবি শেয়ার করেছিলেন মীর ৷ সেই ছবির ক্যাপশনটি ছিল ভারী মিষ্টি, ‘আঁখো কা তারা’ ৷ এই ছবির নীচে সায়ক গঙ্গোপাধ্যায় নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘স্যার আপনার মেয়ের ফোন নম্বরটা দেবেন? একটু কথা বলব...৷’
advertisement
advertisement
ব্যাস আর যায় কোথায় ৷ সপাটে যোগ্য জবাব দিয়ে দিলেন মীরও ৷ সায়কের কাছ থেকে একগুচ্ছ প্রমাণপত্র চাইলেন মীর ৷ পয়েন্ট করে ১০টি নথি দেখাতে বললেন ৷ এটাও বললেন এই নথিগুলি তাঁর কাছে জমা দিলেই মেয়ের নম্বর তাঁকে পাঠিয়ে দেবেন ৷
mir-daughter
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেসবুকে মেয়ের ফোন নম্বর চাইলেন যুবক, উত্তরে মীরের জবাব দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement