ফেসবুকে মেয়ের ফোন নম্বর চাইলেন যুবক, উত্তরে মীরের জবাব দেখলে চমকে যাবেন!

Last Updated:
#কলকাতা: সন্তান সব সময়ই বাবা-মায়ের কাছে সবচেয়ে স্নেহের জায়গা ৷ তারকারাও তাঁর ব্যতিক্রম নয় ৷ তাই সন্তানকে নিয়ে কেউ কটূ কথা বললে বা অপ্রত্যাশিত দাবি জানালে তা কোনও বাবা-মার পক্ষেই মেনে নেওয়া সম্ভব হয় না ৷ আর বাবাদের কাছে কন্যা সন্তানরা সাধারণভাবেই একটু বেশিই আদুরে হয়ে থাকে ৷ বাংলার আর এক তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাঁর মেয়ে সানার খুনসুটি, লেগ পুলিং প্রায়শই দেখতে অভ্যস্ত নেটিজেনরা ৷ এবার সেই তালিকায় এল আরও এক তারকার নাম ৷ মীর ও তাঁর মেয়ে মুসকান ৷
মীরের একমাত্র মেয়ে মুসকান তাঁর বাবার খুবই আদুরে ৷ তাই মেয়েকে নিয়ে একটাও বিরূপ মন্তব্য বাবা হিসাবে একেবারেই মেনে নিতে পারেন না মীর ৷ এবার সেই প্রমাণ দেখা গেল সোশ্যাল মিডিয়াতেও ৷ ফেসবুকে সম্প্রতি মেয়ের সঙ্গে কফি ডেটে যাওয়ার একটি ছবি শেয়ার করেছিলেন মীর ৷ সেই ছবির ক্যাপশনটি ছিল ভারী মিষ্টি, ‘আঁখো কা তারা’ ৷ এই ছবির নীচে সায়ক গঙ্গোপাধ্যায় নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘স্যার আপনার মেয়ের ফোন নম্বরটা দেবেন? একটু কথা বলব...৷’
advertisement
advertisement
ব্যাস আর যায় কোথায় ৷ সপাটে যোগ্য জবাব দিয়ে দিলেন মীরও ৷ সায়কের কাছ থেকে একগুচ্ছ প্রমাণপত্র চাইলেন মীর ৷ পয়েন্ট করে ১০টি নথি দেখাতে বললেন ৷ এটাও বললেন এই নথিগুলি তাঁর কাছে জমা দিলেই মেয়ের নম্বর তাঁকে পাঠিয়ে দেবেন ৷
mir-daughter
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেসবুকে মেয়ের ফোন নম্বর চাইলেন যুবক, উত্তরে মীরের জবাব দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement