Madan Mitra: প্রিয়তম অভিনেত্রী ত্বরিতার বাড়ি গিয়েও বিতারিত মদন মিত্র! নিজেই জানালেন সে কথা

Last Updated:

এ বার তিনি (Madan Mitra) এলেন বাংলায় এই মুহূর্তে তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের (Twarita Chatterjee) সঙ্গে ফেসবুক লাইভে ।

#কলকাতা: তিনি মদন মিত্র (Madan Mitra) । নিজের ক্যারিশ্মাতেই যিনি কুপোকাত করেন বাংলার লক্ষ লক্ষ ভক্তকে । রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও যিনি সর্বদা রঙিন, হাসিখুশি, প্রাণবন্ত । রাজনৈতিক আঙিনার বাইরে গিয়ে এখন তিনি অন্যতম বিনোদনের মুখ । কখনও মিউজিক ভিডিও, কখনও ফেসবুক লাইভ, কখনও আকর্ষণীয় সমস্ত পোশাক.... সবেতেই মদনবাবুর জুরি মেলা ভার ।
মাঝেমধ্যেই টলিপাড়ার তারকাদের সঙ্গে ভিডিও করতে দেখা যায় মদনবাবু’কে । এ বার তিনি এলেন বাংলায় এই মুহূর্তে তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের (Twarita Chatterjee) সঙ্গে ফেসবুক লাইভে । লাইভ করে তাঁকে জানালেন বিগত জন্মদিনের শুভেচ্ছা । ভিডিওতে মদনবাবু অকপট স্বীকারোক্তি করেন, এই মুহূর্তে বাংলায় তাঁর প্রিয় অভিনেত্রী হলেন ত্বরিতা । লাইভে তাঁর সঙ্গে ত্বরিতা ছাড়াও ছিলেন ত্বরিতার স্বামী সৌরভও ।
advertisement
advertisement
মদন মিত্র সাফ জানালেন, ত্বরিতা তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী । কিন্তু প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়ে বিতারিত হতে হয়েছিল তাঁকে । এর কারণটাও তবে খোলসা করে দেন মদনবাবু । তিনি সব কাজ সেসে ত্বরিতার বাড়ি পৌঁছেছিলেন রাত আড়াইটের সময় । ত্বরিতার স্বামী সৌরভ, তরুণ কুমারের নাতি । লাইভেই মদনবাবু স্পষ্ট বলেন, উত্তম কুমারের চেয়ে তাঁর যে তরুণ কুমারের অভিনয়টাই বেশি ভাল লাগত । তবে এটাও ঠিক উত্তম কুমারের পা একবার ছুঁতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন ।
advertisement
কথা প্রসঙ্গে উঠে এল উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা কুমারের কথা । তাঁদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে মদনবাবুর । তবে তাঁর মনে হয়, ত্বরিতার জন্য ‘রাণি রাসমণী’ আরও সফল হয়েছে । লাইভে ত্বরিতাও বলেন, মদনবাবু’র সঙ্গে তাঁর পরিচয় বেশিদিনের না হলেও তিনি তাঁর স্বভাব গুণেই যেন একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছেন । মদন মিত্র’কে অনেক ধন্যবাদও জানান তিনি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madan Mitra: প্রিয়তম অভিনেত্রী ত্বরিতার বাড়ি গিয়েও বিতারিত মদন মিত্র! নিজেই জানালেন সে কথা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement