পারিবারিক অত্যাচারের শিকার হলেই রিপোর্ট করুন ! ভিডিওবার্তা সেলেবদের !

Last Updated:

মুখ বুজে সহ্য করার দিন আর নেই। যে কোনও অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে।

#কলকাতা: আমাদের দেশে শুধু মহিলারা নয়, পুরুষরাও পারিবারিক নির্যাতনের শিকার হন। ঘরের মধ্যেই চলে নানা রকম অত্যাচার। বধূ নির্যাতন তো আছেই। এছাড়াও থাকে নানা রকম মানসিক ও শারীরিক অত্যাচারও। যেগুলো আমরা মুখ বুজে সহ্য করে যাই। ভাবি ঘরের কথা বাইরে বলে কি লাভ ! কালই তো আবার সব ঠিক হয়ে যাবে। না, আপনি ভুল করছেন ! প্লিজ 'না' বলতে শিখুন।
মুখ বুজে সহ্য করার দিন আর নেই। যে কোনও অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। লকডাউনে এমন অনেক ঘটনা সামনে এসেছে, যেখানে মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে। বাড়ির লোকেরাই করছে। এবার সেই অন্যায় আটকাতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ মহিলা কমিশন একটি নম্বর শেয়ার করলো। যেখানে ফোন করে যেকোনও রকম পারিবারিক অত্যাচারের রিপোর্ট করা যাবে। নম্বরটি হল, ৯৮৩০০৩২৫৩৭, এই নম্বরে ফোন করতে হবে।
advertisement
বানানো হয় একটি সচেতনতা মুলক ভিডিও। যেখানে কঙ্কনা সেন শর্মা, অপর্ণা সেন, উষা উত্থুপ, বিক্রম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, জয়া শীল সহ আরও অনেক শিল্পীরা মিলে এই ভিডিওতে অংশ নিয়েছেন। তাঁরা সকলে মিলে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। ঘরে বসেই তৈরি হয়েছে এই ভিডিও। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন সেলেবরা। অনেকেই প্রশংসা করেছেন এই উদ্যোগের।
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পারিবারিক অত্যাচারের শিকার হলেই রিপোর্ট করুন ! ভিডিওবার্তা সেলেবদের !
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement