Rishton Ka Manjha: এ বার বলিউডে ‘কর্ণ সেন’, সামনে এল ক্রুশলের হিন্দি ধারাবাহিকের প্রোমো
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
খুব শিঘ্রই বলিউডে পাড়ি জমাতে চলেছেন ক্রুশল (Krushal Ahuja) । এ বার তিনি আসছেন ‘রিস্তো কা মাঞ্জা’ (Rishton Ka Manjha) ধারাবাহিকের ‘অর্জুন’ হয়ে ।
#কলকাতা: খুব শীঘ্রই শেষ হতে চলেছে রাধিকা আর কর্ণ’র জনপ্রিয় প্রেম কাহিনী । গত ২ বছর ধরে সফলভাবে চলার পর এ বার শেষের পথে ‘কী করে বলব তোমায়’ । আগামী ৬ অগাস্ট সিরিয়ালের অন্তিম পর্ব দেখানো হবে । তবে এই সিরিয়াল শেষ হতে না হতেই এল সুখবর । নতুন পথ চলা শুরু করতে চলেছেন ‘কী করে বলব তোমায়’-এর কর্ণ সেন ওরফে ক্রুশল আহুজা । বাংলা টেলিভিশনের হার্ট থ্রব কর্ণ’র বলিউড যাত্রার খবর বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল । এ বার নতুন হিন্দি ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই সেই খবরে পড়ল শিলমোহর ।
খুব শিঘ্রই বলিউডে পাড়ি জমাতে চলেছেন ক্রুশল । এ বার তিনি আসছেন ‘রিস্তো কা মাঞ্জা’ (Rishton Ka Manjha) ধারাবাহিকের ‘অর্জুন’ হয়ে । জি টিভির আসন্ন এই ধারাবাহিকে ক্রুশলের বিপরীতে দেখা মিলবে আঁচল গোস্বামী’কে । তিনিও হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী । এর আগে ‘বেপনহা’, ‘রাধাকৃষ্ণ’র মতো সিরিয়ালে কাজ করেছেন । ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে ।
advertisement
advertisement
advertisement
টলিগঞ্জেরই নামী প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা তৈরি করছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রোমোতেও দেখা গিয়েছে তিলোত্তমার টুকরো ছবি । ভেসে উঠেছে দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা নদী । প্রোমো-তে দেখা যাচ্ছে, ব্রিজের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন অর্জুন । আর এখানেই প্রথম দিয়ার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তাঁর । অর্জুনকে আত্মহত্যা করতে দেখেও খুব হালকা চালে দিয়া বলছেন, ‘‘তাড়াতাড়ি ঝাঁপ মারো, আমি এর আগে কোনওদিন কাউকে আত্মহত্যা করতে দেখিনি ।’’ অর্জুন সেটা শুনে বলেন, ‘‘কখনও কখনও নিজের কাহিনির দ্য এন্ড নিজেকেই করতে হয়’’ । এর উত্তরে দিয়ার সটান জবাব, ‘‘যদি সেই শেষটা আনন্দের না হয়, তাহলে সেটা কাহিনির শেষ হতে পারে না’’। এ কথা শুনে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে অর্জুন । আত্মহত্যা আর করা হল না তাঁর ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 2:17 PM IST