#কলকাতা: মেয়ের জন্মের পর থেকে কখনওই মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ তবে খুদের মুখেভাতের অনুষ্ঠানের পর আর রাখঢাক করলেন না ৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মেয়ে অন্তঃকর্ণা ওরফে কিয়ার ছবি ৷২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা ৷ গত বছর ‘মুখার্জিদার বউ’-এর শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কনী ৷ সেই অবস্থাতেই শ্যুটিং শেষ করেন তিনি ৷ জুন মাসে কিয়ার মা হন অভিনেত্রী ৷
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Antakarna, Daughter, Kiya, Koneenica Banerjee, Rice Ceremony