দুপুর ঠাকুরপোরা শুনছেন? খোলা পিঠ আর লিকলিকে কোমরে ঝড় তুলতে এবার আসছে ফুলওয়া বৌদি

Last Updated:

‘গন্দি বাত’ খ্যাত ফ্লোরাই এবার আসছেন ‘হইচই’-এর ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদি হয়ে ৷ সদ্যই বাজারে এসেছে ফুলওয়া বৌদির ট্রেলর ৷

#কলকাতা: আলসে দুপুরগুলো আর কাটতে চাইছে না? মন আর শরীর উতলা হয়ে উঠছে ? কিন্তু কাঙ্খিত জিনিসটা হাতে এসেও কিছুতেই যেন আসছে না ৷ বাইরে ঝমঝমিয়ে নেমেছে বর্ষা ৷ ঘরের ভিতর একটা মাখো মাখো ভাব ৷ এমন সময়ই পর্দা কাঁপিয়ে ঘরে এন্ট্রি নিতে চলেছেন ফুলওয়া বৌদি ৷ সত্যি যদি এমন কাউকে কামনা করে থাকেন, তাহলে তাঁকে রিয়েল লাইফে না পেতে পারেন, রিল লাইফে অবশ্যই পাবেন ৷
কারণ এবার উমা বৌদি আর ঝুমা বৌদির পর ‘হইচই’-এ আসছেন ফুলওয়া বৌদি ৷ ভোজপুরী ইন্ডাস্ট্রি থেকে এসে বাঙালি ঠাকুরপোদের দুষ্টু মিষ্টি সুড়সুড়ি দিতে চলেছেন ফ্লোরা সাইনি ৷ ‘গন্দি বাত’ খ্যাত ফ্লোরাই এবার আসছেন ‘হইচই’-এর ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদি হয়ে ৷ সদ্যই বাজারে এসেছে ফুলওয়া বৌদির ট্রেলর ৷ ফ্লোরাল প্রিন্টের শাড়ি, কোলা পিঠ ব্লাউজ আর শরীরী হিল্লোল... মাত করেছেন ফ্লোরা ৷
advertisement
শোনা যাচ্ছে, পুজোর সময় আসবে নতুন এই ‘দুপুর ঠাকুরপো’ ৷ এবারের গল্প আগের দু’টোর থেকে সম্পূর্ণ আলাদা ৷ এবার নাকি ফুলওয়া বৌদির সাত দেওর ৷ একটি বিশেষ চরিত্রে আছেন গায়িকা জোজো।
advertisement
View this post on Instagram

A post shared by florasaini (@florasaini) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুপুর ঠাকুরপোরা শুনছেন? খোলা পিঠ আর লিকলিকে কোমরে ঝড় তুলতে এবার আসছে ফুলওয়া বৌদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement