• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জামাইষষ্ঠীর সকালে সিঁদুরে রাঙলো টলিউডের নতুন জুটি শুভশ্রী-ঋত্বিক, সামনে এল পরিণীতার প্রথম লুক

জামাইষষ্ঠীর সকালে সিঁদুরে রাঙলো টলিউডের নতুন জুটি শুভশ্রী-ঋত্বিক, সামনে এল পরিণীতার প্রথম লুক

সামনে এল পরিণীতার প্রথম লুক

সামনে এল পরিণীতার প্রথম লুক

 • Share this:

  #কলকাতা: টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কাস্ট করে ছবি বানাতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী, সে কথা তো টলিউডে বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল ৷ সেই ছবির শ্যুটিয়ের কয়েকটি ঝলকও এসেছে সামনে ৷

  পরিচালক স্বামী এবং অভিনেত্রী স্বামীর অন্যরকম এক রসায়নের মিশেলে অনবদ্য একটি ছবি উপহার হিসেবে পেতে চলেছেন বাঙালি দর্শকরা, সে কথা তো হলফ করে বলাই যায় ৷ ছবির নাম ‘পরিণীতা’৷

  সেই ছবিরই প্রথম লুক প্রকাশ্যে এল জামাইষষ্ঠীর দিন। টলিউডের নতুন জুটিকে ঘিরে এবার চাঞ্চল্য ছড়ালো দর্শক মহলে। ছবিতে অভিনয় করছেন শুভশ্রীর বিপরীতে ঋত্বিক চক্রবর্তী। প্রথম লুকে সেই ছবিই তুলে ধরলেন পরিচালক।

  সিঁদুরে রাঙিয়ে দেওয়া ছবি সকলের নজর কাড়ে এই দিন। ছবির নামের সঙ্গে মানানসই কনট্রাস্টে উপস্থাপন করা হল ছবির এই লুক। সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করা মাত্রই টলিউডের তারকাদের শুভেচ্ছায় ভরল শুভশ্রী ও রাজের প্রোফাইল।  

  ছবি  নিয়ে এখনও বিস্তারিতভাবে মুখ খোলেননি অভিনেতা, অভিনেত্রী, পরিচালক কেউই ।শ্যুটিং শুরু হয়েছে দশ সপ্তাহ আগেই। এবার সেই কাজেই তড়িঘড়ি নেমে পড়ার পালা।

  First published: