ARUNIMA DEY
#কলকাতা: শীতকাল মানে লেপ, কম্বল, দস্তানা। শীত কাল মানে হাড় হিম করা রহস্য। সেই রহস্যের সঙ্গী যদি হয় ফেলুদা তাহলে তো আর কোনও কথাই নেই। প্রকাশিত হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ফেলুদা ফেরত'-এর প্রথম লুক।
সত্যজিৎ রায়ের হাত ধরে সেলুলয়েডে আসেন ফেলুদা। তিনি যেন পর্দার জন্যই এই রচনা করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের যেন পর্দায় হয়ে উঠেছিলেন কিশোর ফ্যাস্ট্যাসি। তারপর সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় অনেক ফেলুদা হয়েছেন। অনেক মাধ্যমেও হয়েছে ফেলুদা। সফল, অসফল এই নিয়ে তর্ক থাকতে পারে। তবে ফেলুদা যে বাঙালির অন্তরের একজন এই নিয়ে কোনও দ্বিমত নেই। সৃজিতের ফেলুদার নাম ভূমিকায় রয়েছেন টোটা রায় চৌধুরী। জটায়ুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। তোপসে হচ্ছেন কল্পন মিত্র।
এই সিরিজের অ্যানাউন্সমেন্ট থেকেই দর্শকের মধ্যে রয়েছে কৌতূহল। টোটাকে ফেলুদা হিসেব কেমন মানায়, লালমহন বাবুও বা কেমন, তা দেখার জন্য মুখিয়ে দর্শক। কৌতূহল আরও উস্কে দিতে ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে 'ফেলুদা ফেরত'-এর ট্রেলর'।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Feluda, Srijit Mukherjee