নির্বাচনে জেতার খুশির মাধ্যেও চরম দুঃসংবাদ সোহমের পরিবারে, আত্মঘাতী প্রিয়জন

Last Updated:

নির্বাচনে জেতার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)) পরিবারে । চরম দুঃসংবাদ এল রবিবারই ।

#কলকাতা: সদ্যই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Results 2021) ফলাফল বেরিয়েছে । আর সেখানেই জয়ী হয়েছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী টলি-অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । কিন্তু নির্বাচনে জেতার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না অভিনেতার পরিবারে । চরম দুঃসংবাদ এল রবিবারই । নির্বাচনের ফলপ্রকাশের দিনই আত্মঘাতী হয়েছেন সোহমের শ্যালিকা পারমিতা নাথ (৩৫) ।
জানা গিয়েছে, পারমিত কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত আবাসনের বাসিন্দা ছিলেন । সেই ফ্ল্যাট থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পুলিশ গিয়ে পারমিতাদেবীর দেহ উদ্ধার করে আবাসনের দোতলার ঘর থেকে । পারমিতাদেবীর শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছেন সোহমের স্ত্রী । রবিবার রাতেই তিনি ঘটনাস্থলে পৌঁছন । পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে পারমিতাদেবীর শাশুড়ি বাসন্তী নাথ ও স্বামী রুদ্রপ্রসাদকে গ্রেফতার করেছে ।
advertisement
অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারমিতাদেবীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন । বিবাহ-বিচ্ছেদ করার জন্য চাপও তৈরি করা হত । দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করতে না পেরেই অত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন পারমিতাদেবী, এমনটাই অভিযোগ উঠছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নির্বাচনে জেতার খুশির মাধ্যেও চরম দুঃসংবাদ সোহমের পরিবারে, আত্মঘাতী প্রিয়জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement