কবে বিয়ে করছেন ‘জড়োয়ার ঝুমকো’র নায়িকা ?

Last Updated:
#কলকাতা: ফোন গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের কাছে ৷ প্রথমবারেই ফোন ধরলেন অভিনেত্রী ৷ আড্ডা শুরু হল ৷
এই তো কিছুদিন আগে হিন্দি ধারাবাহিক ‘জয় কানাইয়া লাল কি’শেষ হয়েছে ৷ বাংলা ধারাবাহিক ‘জড়োয়ার ঝুমকো ’র লিড থেকে এক্কেবারে হিন্দি ধারাবাহিকের নায়িকা জার্নিটা কেমন ছিল জিজ্ঞাসা করতেই শ্বেতা হেসে বললেন, ‘‘জানো তো আমার কিছু পার্থক্য মনে হয়নি ৷ বাংলা ধারাবাহিকেও অভিনয় করতাম ৷ আর ওখানে হিন্দিতে অভিনয় করলাম ৷ সংলাপটা শুধু ভিন্ন ভাষার ৷ তবে অভিনয়টা তো দু’জায়গাতেই এক ৷ তবে হ্যাঁ ওখানকার এক্সপোজারটা একটু বেশি ৷ কেননা একটা ন্যাশনাল চ্যানেলে সিরিয়ালটা টেলিকাস্ট হতো তো তাই পরিচিতিটা আরেকটু বেশি হয়েছে ৷ এই আর কী ৷ তবে, গোটা শুটিংটাই যেহেতু কলকাতাতেই হয়েছে, সেই কারণে তফাৎটা সেভাবে বুঝতে পারিনি ৷’’
advertisement
বাংলা, হিন্দি দুই ভাষার ধারাবাহিকেই অভিনয় হল, তবে কী এবার ছবিতে কাজ করার চিন্তা-ভাবনা রয়েছে ?
advertisement
প্রশ্ন শুনেই বললেন, ভেঙ্কটেশ থেকে কাজের অফার এসেছিল ৷ কিন্তু সে সময় ডেঙ্গু হয়েছিল ৷ আমার ভাগ্যটা সে সময় আমার সঙ্গ দেয়নি ৷
‘জয় কানাইয়া লাল কি’সবে অফ এয়ার হয়েছে ৷ এখন হাতে একটু ফাঁকা সময় ব্যক্তিগত জীবন নিয়ে কী ভাবছো ?
advertisement
29790172_410252682734407_3431349038097917304_n
‘জয় কানাইয়া লাল কি’ ধারাবাহিকে বিশাল বশিষ্ঠ’র সঙ্গে শ্বেতা ৷ ছবি: ফেসবুক ৷
সহাস্যে নায়িকা বললেন,‘জানি তুমি বিয়ের কথা বলছ তো? হ্যাঁ জীবনে একজন রয়েছে ৷ তবে, এখন বাবা-মায়ের পাশে দাঁড়াতে চাই ৷ ’’
হঠাৎ আড্ডার মুডডার বদল ঘটল-গলাটা ধরে এল নায়িকার ৷ শ্বেতা বলে চললেন-‘‘দাদাকে হারিয়েছি ৷ তাই আমাদের পরিবারে একটা ক্রাইসিস রয়েছে ৷ মা সব সময় আমায় নিয়ে দুশ্চিন্তা করে ৷ এদিকে মায়েরও দু’বার স্ট্রোক হয়ে গিয়েছে ৷ তাই মাকে শুটিং ফ্লোরেই নিয়ে যাই ৷ স্নেহাশিস দা’র কাছে আমি কৃতজ্ঞ যে তিনি মাকে শুটিং ফ্লোরে অ্যালাও করেছেন ৷ এই মুহূর্তে ভাল কাজ করতে চাই ৷ আমি চাই মা-বাবা সুখী থাকুক ৷ তারপর নিজের জীবন গড়ার কথা ভাবব ৷ আপাতত কেরিয়ারে ফোকাস করছি ৷’’
advertisement
নিজেই আবার গম্ভীর পরিবেশটা বদলে দিলেন শ্বেতা ৷ বললেন, ‘‘জানো তো যাঁর কথা বলছিলাম ৷ সে ইন্ডাস্ট্রি কেউ নয় ৷ তবু আমায় এত ভালো বোঝে ৷ আমাদের কাজে তো সময়ের কোনও ঠিক-ঠিকানা নেই ৷ তবে, সে কিন্তু খুব ভাল বোঝে ব্যাপারটা ৷ আমায় খুব সাপোর্ট করে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কবে বিয়ে করছেন ‘জড়োয়ার ঝুমকো’র নায়িকা ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement