কবে বিয়ে করছেন ‘জড়োয়ার ঝুমকো’র নায়িকা ?

Last Updated:
#কলকাতা: ফোন গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের কাছে ৷ প্রথমবারেই ফোন ধরলেন অভিনেত্রী ৷ আড্ডা শুরু হল ৷
এই তো কিছুদিন আগে হিন্দি ধারাবাহিক ‘জয় কানাইয়া লাল কি’শেষ হয়েছে ৷ বাংলা ধারাবাহিক ‘জড়োয়ার ঝুমকো ’র লিড থেকে এক্কেবারে হিন্দি ধারাবাহিকের নায়িকা জার্নিটা কেমন ছিল জিজ্ঞাসা করতেই শ্বেতা হেসে বললেন, ‘‘জানো তো আমার কিছু পার্থক্য মনে হয়নি ৷ বাংলা ধারাবাহিকেও অভিনয় করতাম ৷ আর ওখানে হিন্দিতে অভিনয় করলাম ৷ সংলাপটা শুধু ভিন্ন ভাষার ৷ তবে অভিনয়টা তো দু’জায়গাতেই এক ৷ তবে হ্যাঁ ওখানকার এক্সপোজারটা একটু বেশি ৷ কেননা একটা ন্যাশনাল চ্যানেলে সিরিয়ালটা টেলিকাস্ট হতো তো তাই পরিচিতিটা আরেকটু বেশি হয়েছে ৷ এই আর কী ৷ তবে, গোটা শুটিংটাই যেহেতু কলকাতাতেই হয়েছে, সেই কারণে তফাৎটা সেভাবে বুঝতে পারিনি ৷’’
advertisement
বাংলা, হিন্দি দুই ভাষার ধারাবাহিকেই অভিনয় হল, তবে কী এবার ছবিতে কাজ করার চিন্তা-ভাবনা রয়েছে ?
advertisement
প্রশ্ন শুনেই বললেন, ভেঙ্কটেশ থেকে কাজের অফার এসেছিল ৷ কিন্তু সে সময় ডেঙ্গু হয়েছিল ৷ আমার ভাগ্যটা সে সময় আমার সঙ্গ দেয়নি ৷
‘জয় কানাইয়া লাল কি’সবে অফ এয়ার হয়েছে ৷ এখন হাতে একটু ফাঁকা সময় ব্যক্তিগত জীবন নিয়ে কী ভাবছো ?
advertisement
29790172_410252682734407_3431349038097917304_n
‘জয় কানাইয়া লাল কি’ ধারাবাহিকে বিশাল বশিষ্ঠ’র সঙ্গে শ্বেতা ৷ ছবি: ফেসবুক ৷
সহাস্যে নায়িকা বললেন,‘জানি তুমি বিয়ের কথা বলছ তো? হ্যাঁ জীবনে একজন রয়েছে ৷ তবে, এখন বাবা-মায়ের পাশে দাঁড়াতে চাই ৷ ’’
হঠাৎ আড্ডার মুডডার বদল ঘটল-গলাটা ধরে এল নায়িকার ৷ শ্বেতা বলে চললেন-‘‘দাদাকে হারিয়েছি ৷ তাই আমাদের পরিবারে একটা ক্রাইসিস রয়েছে ৷ মা সব সময় আমায় নিয়ে দুশ্চিন্তা করে ৷ এদিকে মায়েরও দু’বার স্ট্রোক হয়ে গিয়েছে ৷ তাই মাকে শুটিং ফ্লোরেই নিয়ে যাই ৷ স্নেহাশিস দা’র কাছে আমি কৃতজ্ঞ যে তিনি মাকে শুটিং ফ্লোরে অ্যালাও করেছেন ৷ এই মুহূর্তে ভাল কাজ করতে চাই ৷ আমি চাই মা-বাবা সুখী থাকুক ৷ তারপর নিজের জীবন গড়ার কথা ভাবব ৷ আপাতত কেরিয়ারে ফোকাস করছি ৷’’
advertisement
নিজেই আবার গম্ভীর পরিবেশটা বদলে দিলেন শ্বেতা ৷ বললেন, ‘‘জানো তো যাঁর কথা বলছিলাম ৷ সে ইন্ডাস্ট্রি কেউ নয় ৷ তবু আমায় এত ভালো বোঝে ৷ আমাদের কাজে তো সময়ের কোনও ঠিক-ঠিকানা নেই ৷ তবে, সে কিন্তু খুব ভাল বোঝে ব্যাপারটা ৷ আমায় খুব সাপোর্ট করে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কবে বিয়ে করছেন ‘জড়োয়ার ঝুমকো’র নায়িকা ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement