আড়াই মিনিট চোখের পলক পড়বে না! দেখুন ‘এক যে ছিল রাজা’র ট্রেলর
Last Updated:
প্রধান ভূমিকায় যিশু সেনগুপ্তকে দেখলে একবারে চিনতে পারবেন না, গ্যারান্টি ৷ রোগা, ক্ষয়াটে চেহারা ৷ বড় বড় দাঁড়ি, গোঁফ, জটা ৷ পরনে শুধুমাত্র কৌপিন ৷
#কলকাতা: ফার্স্ট লুকে ছিল প্রথম চমক ৷ টিজার দেখে চমকে যাওয়া ছাড়া উপায় ছিল না ৷ আর এবার চোখের পলক পড়বে না ২ মিনিট ১৩ সেকেন্ড ৷ ট্রেলরে এতটাই নজর কাড়লো সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘এক যে ছিল রাজা’ ৷ বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা অবলম্বনে এই ছবি ৷ সত্য কাহিনীর উপর নির্ভর করে বোনা হয়েছে গল্পের জাল ৷
প্রধান ভূমিকায় যিশু সেনগুপ্তকে দেখলে একবারে চিনতে পারবেন না, গ্যারান্টি ৷ রোগা, ক্ষয়াটে চেহারা ৷ বড় বড় দাঁড়ি, গোঁফ, জটা ৷ পরনে শুধুমাত্র কৌপিন ৷ ছবিতে যিশুর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল ৷ আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়া এহসানকে ৷ বহুদিন পর পর্দায় ধরা দেবেন অপর্ণা সেন ৷ উকিলের ভূমিকায় বেশ অন্যরকম অঞ্জন দত্ত ৷ আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রদ্রনীল ঘোষকে ৷
advertisement
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বিশ্ব সুন্দরীর, ‘দুগ্গা দুগ্গা’ বলে শোক প্রকাশ সুস্মিতার
advertisement
Location :
First Published :
September 10, 2018 4:30 PM IST