‘তোমার গালে আমার লিপস্টিকের দাগ স্মৃতিগুলো ভুলতে দেবে না তোমাকে’, বললেন রানি রাসমণি

Last Updated:

সদ্যই মারা গিয়েছেন বাবু রাজচন্দ্র দাস ৷ তাঁর আকস্মিক মৃত্যুর আঘাত সহ্য করতে না করতেই আবার ছন্দপতন ৷ সংসার ছেড়ে চলে গেলেন রাজচন্দ্রের বৌঠান ৷ রানির বড় কাছের জা ৷

#কলকাতা: একজনের ছেড়ে যাওয়ার কষ্ট ভুলতে না ভুলতেই আবার বিচ্ছেদের যন্ত্রণা ৷ রানি রাসমণির সোনার সংসারে আবার মুচড়ে ওঠা কষ্ট ৷ এতদিনের পথপ্রদর্শক, এতদিনের সখী, বান্ধবী, উপদেষ্টা, দক্ষ সঙ্গিনীকে হারানোর দুঃখ জানবাজারের জমিদার বাড়িতে ৷
সদ্যই মারা গিয়েছেন বাবু রাজচন্দ্র দাস ৷ তাঁর আকস্মিক মৃত্যুর আঘাত সহ্য করতে না করতেই আবার ছন্দপতন ৷ সংসার ছেড়ে চলে গেলেন রাজচন্দ্রের বৌঠান ৷ রানির বড় কাছের, জা ৷
‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়াল থেকে বিদায় নিলেন তানিয়া কর, ওরফে রাসমণির বড় জা ৷ যাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করতেন রানি ৷ দেওর রাজচন্দ্রের মৃত্যু সহ্য করতে না পেরে গৃহত্যাগী হন তিনি ৷ বহুদিনের সহকর্মী-বান্ধবী তানিয়া আর এই সিরিয়ালে কাজ করবেন না ৷ ফলে মন খারাপ রাসমণি ওরফে দিতিপ্রিয়ার ৷ শুধু পর্দাতেই রানির ‘দিদি’ ছিলেন না তিনি, রিয়েল লাইফেও ঠিক বড় দিদির মতো আগলে রাখতেন দিতিকে ৷ তাই সোশ্যাল মিডিয়ায় মনখারাপ করা পোস্ট দিল দিতিপ্রিয়া ৷
advertisement
advertisement
advertisement
প্রিয় তানিয়া দি’কে দিতিপ্রিয়া লিখল, ‘‘তোমার মতো সহকর্মীকে পাওয়া আমার ভাগ্য ৷ পুরো টিমের মধ্যে তুমিই একমাত্র, যাঁর সঙ্গে আমি সব শেয়ার করতে পারতাম ৷ তুমি আমার সমস্ত দুর্বলতা গুলো জানো ৷ তুমি কি জানো, তুমিই একমাত্র মানুষ যাঁকে আমি যখন খুশি আমার সমস্যাগুলো নিয়ে এসে বিরক্ত করতে পারতাম ? কিন্তু এখন আমার এই অভ্যাস আমাকে বদলাতে হবে ৷ যখন আমার কান্না পেত, তুমি তোমার কাঁধটা বাড়িয়ে দিতে ৷ আর সমস্ত অবসাদ থেকে ঠিক আমার বড় দিদির মতোই আমাকে বের করে আনতে ৷ আমি তোমাকে খুব মিস করব ৷.......তোমার গালে আমার লিপস্টিকের দাগ আমাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো কখনও ভুলতে দেবে না তোমাকে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমার গালে আমার লিপস্টিকের দাগ স্মৃতিগুলো ভুলতে দেবে না তোমাকে’, বললেন রানি রাসমণি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement