#কলকাতা: প্রয়াত রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী৷ কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ বার্ধক্যজনিত কারণেই তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে৷ এবং বর্তমান পরিস্থিতিতে নিয়মানুযায়ী করোনা পরীক্ষা হয় তাঁর৷ তবে ২বারের পরীক্ষাতেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে৷ যদিও রাজের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে৷ তাই তিনি থাকতে শুরু করেন আইসোলেশনে৷ এরই মধ্যে বাবার মৃত্যুর খবরে খুবই মর্মাহত রাজ৷ গোটা চক্রবর্তী পরিবার শোকাহত৷ করোনা আবহে বাবাকে শেষ দেখা দেখতে পারবেন কিনা, সে ব্যাপারেও নিশ্চিত নন পরিচালক৷
I have been tested COVID-19 positive. My father has been hospitalized recently, but he has been tested negative both the time. In home quarantine right now. Rest of my family members will be testing for COVID-19 too. These are the trying times.
— Raj chakraborty (@iamrajchoco) August 17, 2020
Good news: Subhashree and everyone else in the family has tested negative for COVID-19. Makes me feel relieved. I'm totally fit and taking care of myself. We are all in seperate rooms. Thank you so much for your well wishes.
— Raj chakraborty (@iamrajchoco) August 18, 2020
অন্যদিকে বাড়ির বৌমা এবং অভিনেত্রী শুভশ্রী গর্ভবতী৷ কিছুদিনের মধ্যেই বাড়িতে খুশির খবর আসার কথা৷ তার মধ্যেই ছন্দপতন৷ শ্বশুরের সঙ্গে শুভশ্রীর সম্পর্কও ছিল দারুণ৷ অনেক সময়েই শ্বশুরের সঙ্গে ছবি পোস্ট করতেন নায়িকা৷ বা পারিবারিক ছবিতে খোশ মেজাজে দেখা যেত শ্বশুর ও বৌমাকে৷ নিঃসন্দেহে সন্তানসম্ভবা শুভশ্রীর কাছে মানসিকভাবে বড় ধাক্কা৷
তবে আপাতত বাড়িতে রয়েছেন শুভশ্রী৷ তাঁরও ও অন্যদের করোনা টেস্ট হয়৷ তাতে রিপোর্ট নেগেটিভ আসে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakraborty