Kaushik Ganguly Corona Positive: করোনা আক্রান্ত কৌশিক, হোম আইসোলেশনে ঋত্বিক-সোহিনীও

Last Updated:

করোনা আক্রান্ত হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ 'কাব্বাডি কাব্বাডি'-র একাধিক কলাকুশলী ।

#কলকাতা: গোটা দেশ যেন ধীরে ধীরে এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যেপ অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হযে যাচ্চেন ।
করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন, উজান গঙ্গোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, তালিকাটা অনেকটাই দীর্ঘ । এ বার করোনা আক্রান্ত হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাব্বাডি কাব্বাডি'-র একাধিক কলাকুশলী । আক্রান্ত পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায় নিজেও । তিনি নিভৃতবাসে রয়েছেন বলে জানা গিয়েছে । কিছুদিন আগেই ছবির চিত্রগ্রাহক গোপী ভগতের সহকর্মী বিশু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । এরপর থেকেই একের পর এক করোনা আক্রান্ত হন অনেকেই । সম্ভবত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছবির অন্য দুই নায়ক-নায়িকা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারও । তাঁদের এখনও রিপোর্ট হাতে আসেনি । তবে নানারকম লক্ষ্ণণ রয়েছে । জ্বর, স্বাদ চলে যাওয়ার মতো করোনার লক্ষ্ণণ থাকায় তাঁরা আইসোলেশনে রয়েছেন ।
advertisement
এর আগে কৌশিকের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন । তিনিও বাড়িতেই আইসোলেশনে ছিলেন । তবে কৌশিকের স্ত্রী অভিনেত্রী চূর্ণি গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaushik Ganguly Corona Positive: করোনা আক্রান্ত কৌশিক, হোম আইসোলেশনে ঋত্বিক-সোহিনীও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement