Kaushik Ganguly Corona Positive: করোনা আক্রান্ত কৌশিক, হোম আইসোলেশনে ঋত্বিক-সোহিনীও

Last Updated:

করোনা আক্রান্ত হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ 'কাব্বাডি কাব্বাডি'-র একাধিক কলাকুশলী ।

#কলকাতা: গোটা দেশ যেন ধীরে ধীরে এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যেপ অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হযে যাচ্চেন ।
করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন, উজান গঙ্গোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, তালিকাটা অনেকটাই দীর্ঘ । এ বার করোনা আক্রান্ত হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাব্বাডি কাব্বাডি'-র একাধিক কলাকুশলী । আক্রান্ত পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায় নিজেও । তিনি নিভৃতবাসে রয়েছেন বলে জানা গিয়েছে । কিছুদিন আগেই ছবির চিত্রগ্রাহক গোপী ভগতের সহকর্মী বিশু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । এরপর থেকেই একের পর এক করোনা আক্রান্ত হন অনেকেই । সম্ভবত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছবির অন্য দুই নায়ক-নায়িকা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারও । তাঁদের এখনও রিপোর্ট হাতে আসেনি । তবে নানারকম লক্ষ্ণণ রয়েছে । জ্বর, স্বাদ চলে যাওয়ার মতো করোনার লক্ষ্ণণ থাকায় তাঁরা আইসোলেশনে রয়েছেন ।
advertisement
এর আগে কৌশিকের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন । তিনিও বাড়িতেই আইসোলেশনে ছিলেন । তবে কৌশিকের স্ত্রী অভিনেত্রী চূর্ণি গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaushik Ganguly Corona Positive: করোনা আক্রান্ত কৌশিক, হোম আইসোলেশনে ঋত্বিক-সোহিনীও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement