বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে নাম লেখালেন বনি-কৌশানি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর আগমী ছবিতে দেখা যাবে বনি-কৌশানি
কলকাতা: পর্দায় আবার একসঙ্গে বনি সেনগুপ্ত-কৌশানি মুখোপাধ্যায়। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর আগমী ছবিতে দেখা যাবে এই রিয়েল লাইফ কপোত-কপোতিকে। ব্যক্তিগত জীবনে চুটিয়ে প্রেম করলেও বিয়ের কথা একেবারেই ভাবছেন না এই নায়ক-নায়িকা। তাই সুদেষ্ণা, অভিজিতের ‘বিয়ে ডট কম’ নিয়ে পর্দায় আসতে চলেছেন তাঁরা।
সুদেষ্ণা এবং অভিজিতের সঙ্গে প্রথমবার কাজ করছেন বনি-কৌশানি। সফল পরিচালক জুটির সঙ্গে কাজ করতে পেরে খুশি নায়ক-নায়িকা। বনি-কৌশানি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। ‘বিয়ে ডট কম’ একটি রোমান্টিক কমেডি ছবি। ম্যাট্রিমোনিয়াল সাইট এবং তাতে সম্বন্ধ করার সুবিধা-অসুবিধা নিয়ে তৈরি এই ছবি।
ছবিতে বনির চরিত্রের নাম অয়ন এবং কৌশানির নাম শ্রেয়া। অয়ন আইটি সেক্টরে চাকরি করেন। ম্যাট্রিমোনিয়াল সাইট বিয়ে ডট কম-এ অয়নের প্রোফাইল দেখে শ্রেয়ার মা, মেয়েকে অয়নের সঙ্গে আলাপ করতে বলেন। ফোনে তাঁদের আলাপ হয় এবং সম্পর্ক নিবিড় হতে থাকে। সামনা-সামনি দেখা হলেই বাধে বিপত্তি। সামনে চলে আসে অনেক গোপন তথ্য। অনলাইন দুনিয়া এবং বাস্তব পৃথিবীর তফাৎটা দেখানো হয়েছে এই ছবিতে।
advertisement
advertisement

বনির কথায়, ‘এটা একটা আরবান ছবি। বাণিজ্যিক মসলা ছবিই বেশি করে থাকি। এই ছবির বিষয়টা অন্য রকম লাগল। অনেকদিন ধরেই অন্যরকম ছবিতে কাজ করার ইচ্ছে ছিল। অফারটা পেয়েই লুফে নিলাম।’
‘বিয়ে ডট কম’ বনি-কৌশানি জুটির সাত নম্বর ছবি। ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে টলিউডে পা রেখেছিলেন কৌশানি। বনির বিপরীতেই প্রথম ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা। ছবি করার সময় বন্ধুত্ব। সেই বন্ধত্ব প্রেমে পরিণত হতে বিশেষ সময় লাগেনি। দর্শক যে এই জুটি পছন্দ করেন, তা বলে দেওয়ার দরকার নেই। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে ‘বিয় ডট কম’-এর শ্যুটিং। গোটা ছবির শ্যুটিং হবে কলকাতাতেই। এখনও ঠিক করা হয়নি মুক্তির তারিখ।
advertisement
ARUNIMA DEY
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 8:26 PM IST