Babul Supriyo : টলিপাড়ার 'বিজেপি-বিরোধী' মিছিল অরূপ-স্বরূপদের 'কমেডি-শো' : বাবুল সুপ্রিয়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ওঁনারা সারা বছর সন্ত্রাস করেন। ভোটের সময় আমাদের ভয়ে কমেডি শো করছেন, বলেন বাবুল।
#কলকাতা : রবিবার টালিগঞ্জে প্রচার করেন সেখানকার বিজেপি (BJP) প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, "স্বরূপ বিশ্বাস যে আমায় ক্ষমা চাইতে বলছেন এটা একটা কমেডি শো-এর মতো। ওঁনারা সারা বছর সন্ত্রাস করেন। ভোটের সময় আমাদের ভয়ে কমেডি শো করছেন। কলা-কুশলীদের ধমকে-চমকে রাস্তায় বের করেছেন। যাঁরা ওঁনাদের সঙ্গে হেঁটেছেন তাঁরাই আগে তৃণমূলের পতাকা নিয়ে পদ্মফুলে ভোট দেবেন।"
"টলিউডে মাফিয়ারাজ চলছে" এই অভিযোগ তুলে বারবার বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। প্রতিবাদে রবিবার সকালে পথে নামলেন ষ্টুডিও পাড়ার শিল্পী ও কলা কুশলীরা। রবিবার টালিগঞ্জ এলাকায় এক বিশাল মিছিল করেন তাঁরা। এটি সম্পূর্ণ 'অরাজনৈতিক' মিছিল বলেই দাবি করেন তাঁরা। যদিও রুদ্রনীল ঘোষ, বাবুল সুপ্রিয়দের নিশানা অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন এই মিছিলে। শিল্প জগতের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কুৎসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। এর জন্য অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী ও এলাকার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলেন তাঁরা।
advertisement
ব্যাপক আকারে শিল্পী ও টেকনিশিয়ানরা একজোট হয়ে পথে নামেন এদিন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ডাকে এই প্রতিবাদ মিছিলে জড়ো হয়েছিলেন প্রায় হাজার দশেক শিল্পী ও কলাকুশলীরা। যদিও এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিষয়টি 'কমেডি শো' বলে উড়িয়ে দেন বাবুল। তাঁর স্পষ্ট দাবি যাঁরা আজ মিছিলে হাঁটছেন তাঁরা কেউই স্বেচ্ছায় আসেননি। তাঁদের কার্যত ভয় দেখিয়ে ভোটের মুখে মিছিলে আসতে বাধ্য করা হয়েছে। তিনি রীতিমতো নাম করেই বলেন, এই সবই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের কমেডি-শো।
advertisement
advertisement
অভিযোগ, টলিপাড়ায় মাফিয়ারাজ চলছে বলে বেশ কিছুদিন যাবৎ প্রচার চালাচ্ছেন বিজেপির প্রথম সারির নেতারা। প্রতিবাদকারীদের অভিযোগের তির মূলত রুদ্রনীল ঘোষ, বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালদের মত নেতা-নেত্রীদের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বিভিন্ন জনসভায় ও সংবাদ মাধ্যমে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের নিশানা করে বার বার একনায়কতন্ত্রের তোপ দাগছেন এঁরা। বলছেন 'টলিউডে মাফিয়ারাজ চলছে'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2021 5:18 PM IST