corona virus btn
corona virus btn
Loading

পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে সহবাসে, বিশেষ বার্তা দিল এই ছবি, দেখুন...

পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে সহবাসে, বিশেষ বার্তা দিল এই ছবি, দেখুন...
  • Share this:

#কলকাতা: ছবি এখনই মুক্তি পাচ্ছে না, কিন্তু ছবির কিছু দৃশ্য তো মুক্তি পেতেই পারে৷ সেই চিন্তা থেকে এবার সহবাসে ছবির বিহাইন্ড দা সিন্স বা যাকে বলে ছবির তৈরির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করল টিম সহবাসে৷ ছবিটি তৈরি হয়ে গিয়েছে আগেই৷ মুক্তি পাওয়ার কথা ছিল এই সময়ে৷ তবে করোনার কোপে বন্ধ হল৷ বন্ধ রয়েছে ইন্ডাস্ট্রিও৷ সকলে বাড়িতে আটকে৷ তাই তো ছবি তৈরি হওয়ার কিছু মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের কোলাজ দর্শকদের সামনে তুলে ধরা হল৷

সহবাসে ছবিটির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল৷ ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, সায়নী ঘোষ, রাহুল অরুণদয় বন্দ্যোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, তুলিকা বসু, দেবলীনা দত্ত মুখোপাধ্যায় প্রমুখ৷ এই ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানপ্রাপ্ত মধুরা পালিত৷

ছবির একটি ছোট ট্রেলার আপাতত প্রকাশ করা হয়েছে৷ ২ মিনিটের এই ভিডিওটির শেষে অবশ্য একটি বার্তা উঠে এসেছে৷ জানানো হয়েছে যে লকডাউন ও করোনা সংক্রমণের ফলে আপাতত ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে সঠিক সময় নিশ্চয়ই দেখা যাবে সহবাসে৷

First published: May 5, 2020, 11:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर