হোম /খবর /বিনোদন /
পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে সহবাসে, বিশেষ বার্তা দিল এই ছবি, দেখুন...

পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে সহবাসে, বিশেষ বার্তা দিল এই ছবি, দেখুন...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ছবি এখনই মুক্তি পাচ্ছে না, কিন্তু ছবির কিছু দৃশ্য তো মুক্তি পেতেই পারে৷ সেই চিন্তা থেকে এবার সহবাসে ছবির বিহাইন্ড দা সিন্স বা যাকে বলে ছবির তৈরির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করল টিম সহবাসে৷ ছবিটি তৈরি হয়ে গিয়েছে আগেই৷ মুক্তি পাওয়ার কথা ছিল এই সময়ে৷ তবে করোনার কোপে বন্ধ হল৷ বন্ধ রয়েছে ইন্ডাস্ট্রিও৷ সকলে বাড়িতে আটকে৷ তাই তো ছবি তৈরি হওয়ার কিছু মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের কোলাজ দর্শকদের সামনে তুলে ধরা হল৷

সহবাসে ছবিটির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল৷ ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, সায়নী ঘোষ, রাহুল অরুণদয় বন্দ্যোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, তুলিকা বসু, দেবলীনা দত্ত মুখোপাধ্যায় প্রমুখ৷ এই ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানপ্রাপ্ত মধুরা পালিত৷

ছবির একটি ছোট ট্রেলার আপাতত প্রকাশ করা হয়েছে৷ ২ মিনিটের এই ভিডিওটির শেষে অবশ্য একটি বার্তা উঠে এসেছে৷ জানানো হয়েছে যে লকডাউন ও করোনা সংক্রমণের ফলে আপাতত ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে সঠিক সময় নিশ্চয়ই দেখা যাবে সহবাসে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Bengali Film, Lockdown, Tollywood