#কলকাতা: বর্খা ও ইন্দ্রনীল সেনগুপ্ত টলিউডের সবচেয়ে হট কাপল। তাঁদের জুটিকে পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল। যদিও বর্খা বলিউডেই বেশি কাজ করেন। সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বর্খা। তাছাড়াও টলিউডে 'দুই পৃথিবী' ছবিতে আইটেম ডান্স করে এখনও মানুষের মনে থেকে গিয়েছেন তিনি। আর ইন্দ্রনীল টলিউডে একের পর এক ভাল ছবি করেছেন। আজ এই দুই জুটির বিবাহবার্ষিকী। আজ পরিচালক রাজ চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ' যো ভেজি থি তু দুয়া' গানে নাচ করছেন অভিনেত্রী বর্খা। সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্তও। বর্খা চুটিয়ে নাচছেন। এই ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, " শুভ বিবাহবার্ষিকী।" এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
View this post on InstagramWishing you a very happy Anniversary @barkhasengupta @indraneilsengupta love you guys 🎂🎁❤️❤️
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।