একই সঙ্গে মিমি ও ঋত্বিকার সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ ! আজই ফাঁস হল রহস্য

Last Updated:
#কলকাতা: টেলিভিশনের রানি ‘ঐন্দ্রিলা’র সঙ্গে তাঁর নাকি দীর্ঘদিন ধরে গভীরে প্রেমের সম্পর্ক ৷ একে অপরকে নাকি চোখে হারান তাঁরা ৷ এই দুই সেলেব জুটির রসায়নও বেশ ভাল ৷ তবে কিছুদিন আগে অঙ্কুশ তাঁর আপকামিং ছবি ‘ভিলেন’-এর শুটিংয়ের জন্য গোয়ায় গিয়েছিলেন ৷ আর সেখানেই এক বিদেশিনীর সঙ্গে ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন নায়ক ৷
সেই পোস্টের ক্যাপশনে অঙ্কুশ লিখেছিলেন ‘এর জন্যই গোয়া ছাড়তে ইচ্ছে করে না’৷ তবে, টলিউডে কান পাতলে শোনা যায় তাঁর আর ঐন্দ্রিলার মধ্যে গভীর প্রেম ৷ আর এর মাঝে অন্য কারও আসা অসম্ভব ৷ তবে, আজ জানা গেল তাঁর জীবনে এসেছেন টলিউডেরই দুই হিরোইন ৷ তাঁরাআর কেউ নন ৷ একজন হলেন মিমি ৷ অন্যজন হলেন, ঋত্বিকা ৷
advertisement
কী ঘাবড়ে গেলেন নাকি, ভাবতে শুরু করে দিয়েছেন যে, একসঙ্গে এতজনের সঙ্গে কী করে প্রেম করছেন অঙ্কুশ! তাঁদের বলে রাখি, অঙ্কুশের এই প্রেম মোটেই রিয়েল লাইফের নয় ৷ এই প্রেম রিল লাইফের ৷ আসলে আজই সকাল এগারোটা নাগাদ মুক্তি পেয়েছে অঙ্কুশ, মিমি, ঋত্বিকা অভিনীত ‘ভিলেন’ ছবির ট্রেলার ৷ আর সেখানেই অঙ্কুশকে দেখা যাবে এই দুই নায়িকার সঙ্গে প্রেম করতে ৷
advertisement
advertisement
তবে তাঁদের মধ্যে প্রেমের রসায়ন কেন, কীভাবে হল, আর সেখানে অঙ্কুশের সঠিক পরিচয়টাই বা কী তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে ৷ তবে সেই ধোঁয়াশা কাটল না ট্রেলারে দেখে ৷ সেই ধোঁয়াশা কাটাতে অবশ্যই দেখতে হবে ‘ভিলেন’৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
একই সঙ্গে মিমি ও ঋত্বিকার সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ ! আজই ফাঁস হল রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement