সুযোগ পেলে ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করতেও কোনও আপত্তি নেই: তুহিনা

Last Updated:
কেউ বলে তিনি আফ্রিকান, কেউ বলে গোয়ানিজ... মেদিনীপুরিয়ান বলেও শুনতে হয়েছে টিপ্প‌ুনি...৷ সেই মেয়েই আজ টলিউডের নতুন ভাইব্রেশন ৷ প্রথম ছবিতেই ঘনিষ্ট দৃশ্য, দ্বিতীয় ছবিতে অপর্ণা সেন৷ ‘ভূমিকন্যা’য় তাঁর ‘গোলাপি’র চরিত্র নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে শহরে ৷ নিউজ18 বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায় তুহিনা দাস ৷ মুখোমুখি সিমলি রাহা ৷
প্র: ইন্ডাস্ট্রির ডার্ক লং বিউটি ?
উ: (অট্টহাসি) মডেলিং দিয়ে যখন কেরিয়ার শুরু করি আমার আউটলুক নিয়ে প্রচুর কিছু শুনতে হয়েছে ৷ পরে যখন সিরিয়ালে এলাম সেখানেও বাধা পেয়েছি ৷ তবে বড় পর্দায় আসার পর কিন্তু লুক নিয়ে প্রশংসাও শুনেছি ৷
advertisement
প্র: মেদিনীপুরে বড় হওয়া, কাঁথি স্কুল থেকে পড়াশোনা করে হঠাৎ মডেলিং?
advertisement
উ: খুব ছোট জায়গা থেকে এসেছি ৷ সত্যি বলতে কী মডেলিং করার মতো সেই সাহসটা আমার কোনওদিনই ছিল না ৷ অস্বস্তি হত ৷ আসলে আমি অভিনয়ের লোক ৷ এটাই ভালবাসি ৷ প্রথমে এখানে এসে (কৌশিক সেনের) ‘স্বপ্নসন্ধানী’তে সুযোগ পাওয়ার জন্য প্রচুর স্ট্রাগল করেছি ৷
Tuhina4
advertisement
প্র: ‘ভূমিকন্যা’ কেন ?
উ: একমাত্র কারণ অরিন্দম শীল ৷ তাছাড়া টেলিভিশনে একটা দুর্দান্ত দর্শক বেস রয়েছে ৷ অরিন্দমদা আমাকে বলেছিলেন, ‘আসছে আবার শবর’-এর চরিত্রটার থেকে গোলাপির চরিত্রটায় একটা জার্ক রয়েছে ৷ ওখানে ছিলাম হাই-প্রোফাইল এসকর্ট, শর্ট ড্রেস, হাই হিলস ৷ আর এখানে আমি একেবার গ্রাম্য একটা মেয়ে ৷
advertisement
প্র: কিছুটা অলৌকিক বিষয়বস্তু, ভয় হয়নি দর্শক নেবে কী না ?
উ: দেখো টেলিভিশনে কিন্তু এরকম বিষয়বস্তু প্রায়ই দেখানো হয় ৷ দর্শকরাও সেগুলো পছন্দ করেন ৷ আর এখানে গল্পটাই তো অন্যরকম ৷ মা মনসার আসল গল্পটা তুলে ধরা হয়েছে ৷
Tuhina
advertisement
প্র: দ্বিতীয় ছবিতেই অপর্ণা সেন, তাও আবার ‘ঘরে বাইরে’র মতো এই রকম একটা প্রজেক্টে ৷
উ: আমি সত্যিই লাকি যে বিমলা চরিত্রটার জন্য সিলেক্টেড হয়েছি ৷ এখনই এটা নিয়ে বেশি কিছু বলব না ৷ কিন্তু ছবিটা দেখলেই বুঝতে পারবে এই বিমলা সত্যজিৎবাবুর বিমলার থেকে একেবারে আলাদা ৷
advertisement
প্র: ভয় করছে না ? এই রকম ক্লাসিক একটা ছবি... যদি স্বাতীলেখা সেনগুপ্তের সঙ্গে তুলনা হয় ?
উ: একদমই না ৷ ওঁনার সঙ্গে তুলনা হওয়ার কোনও জায়গাই নেই ৷ ওঁনাকে অসম্ভব সম্মান করি ৷ উনি একজন কাল্ট হয়ে রয়ে গিয়েছেন ৷ তবে সেই বিমলা আর এই বৃন্দায় ফারাক অনেক ৷
advertisement
প্র: প্রথম থেকেই নামকরা পরিচালক, বড় মাপের অভিনেতাদের সঙ্গে কাজ, গডফাদার কী অরিন্দম শীল ?
উ: হ্যাঁ অবশ্যই ৷ তাঁর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিটার সঙ্গে পরিচয় হয়েছে ৷ তাছাড়া শবরে ওই ধরণের একটি চরিত্র, ওই রকম সিন... এটা অরিন্দমদা ছাড়া সম্ভব হত না ৷
প্র: জীবনের প্রথম চরিত্র, প্রথমেই ঘনিষ্ট দৃশ্য দিয়ে শুরু ৷ কী করে সামলে উঠলে ?
উ: অল ক্রেডিটস গোজ টু অরিন্দম দা ৷ উনি প্রত্যেকে অভিনয় করার স্পেস দেন, সিনিয়র-জুনিয়রের বিভেদটা করেন না ৷ টুলুদাকে (শুভ্রজিৎ দত্ত) আমি প্রথম মিট করেছিলাম ওই সিনে ৷ কিন্তু তারপরেও অরিন্দমদা আর টুলুদা বিষয়টাকে একদম সহজ করে দিয়েছিলেন ৷
প্র: যদি সেক্রেড গেমস-এ ইশিকা বা কুবরার চরিত্রটা পেতে ?
উ: অনুরাগ কাশ্যপের মতো ডিরেক্টর আর নওয়াজউদ্দিনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারলে যে কোনও চরিত্র করতাম ৷ আর চরিত্রের প্রয়োজনে একজন অভিনেতা হিসেবে কোনও রকম দৃশ্যতেও আপত্তি থাকার কথা নয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুযোগ পেলে ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করতেও কোনও আপত্তি নেই: তুহিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement